promotional_ad

সাইফদের শেষ ম্যাচ পরিত্যক্ত

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লক্ষ্ণৌতে ভারত অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের (ইমার্জিং দল) পঞ্চম এবং শেষ ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। লম্বা সময়ে বৃষ্টি থাকলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তব্যরত দুই আম্পায়ার।


সিরিজটি ৩-১ ব্যবধানে হেরেছে সাইফ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৩৪ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে পাঁচ রানে জিতেছে বাংলাদেশ।



promotional_ad

সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটিও বৃষ্টির কবলে পড়ে। সেই ম্যাচে বৃষ্টি আইনে ৪৯ রানে জিতেছে ভারত। চতুর্থ ম্যাচ জিতে সিরিজে ফিরতে পারতো বাংলাদেশ।


কিন্তু এই ম্যাচেও জেতা হয়নি। ভারত অনূর্ধ্ব-২৩ দল ম্যাচটি জিতে নেয় চার উইকেটে। এরপরে পঞ্চম ওয়ানডেতে জিতে সম্মানজনক সিরিজ হার নিয়ে দেশে ফিরতে পারতো সাইফের দল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি মাঠেই গড়ায়নি। 


বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলঃ সাইফ হাসান (অধিনায়ক), ফারদিন হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরী, আল আমিন, জাকির হাসান, জাকের আলি, আরিফুল হক, তানভির হাসান, শেখ মেহেদি হাসান, মানিক খান, শফিকুল ইসলাম, সুমন খান, রবিউল হক এবং সাব্বির হোসেন।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball