টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনিকে চান রায়না

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের উইকেটরক্ষক হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে চান সুরেশ রায়না। রায়নার মতে, অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধোনি ভারতের সম্পদ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রায়না বলেন, 'ধোনি এখনও ফিট। সে এখনও অসাধারণ উইকেটরক্ষক এবং সেরা ফিনিশার। টি-টোয়েন্টি বিশ্বকাপে সে ভারতের সম্পদ।'
৩৮ বছর বয়সী ধোনির অবসর নিয়ে এরই মাঝে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও চলতি বছরের নভেম্বর পর্যন্ত ক্রিকেট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন বলে ভারতের ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন ধোনি।

উইকেটরক্ষক হিসেবে ভারতের পাইপলাইনে আছে বেশ কয়েকজন তরুণ। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন সাঞ্জু স্যামসন। ইশান কিশান খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের 'এ' দলের হয়ে রাঙাচ্ছেন এই দুজন।
এদের বাদ দিয়ে ঋষভ পান্তকে ধোনির বিকল্প হিসেবে প্রস্তুত করছে ভারত। ধোনি নিজেও পান্তকে লম্বা সময়ের জন্য তৈরি করার পক্ষে বলে নিশ্চিত করেছে ভারতের বেশ কিছু গণমাধ্যম।
যদিও ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে তুলনামূলক সফল হলেও রঙিন পোশাকে সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না পান্ত। ১১ টেস্ট ম্যাচে পান্তের গড় ৪৪.৩৫। সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি আছে দুটি করে।
ওয়ানডে আর টি-টোয়েন্টিতে পান্তের গড় যথাক্রমে ২২.৯ এবং ২০.৪। ১২টি ওয়ানডে খেলে এখনও হাফ সেঞ্চুরির দেখাও পাননি পান্ত! ১৯টি টি-টোয়েন্টিতে তাঁর হাফ সেঞ্চুরি আছে দুটি।
পান্তের ব্যাপারে রায়নার মন্তব্য, 'পান্ত দ্বিধা নিয়ে ব্যাটিং করছে। নিজের স্বাভাবিক খেলা খেলতে পারছে না। কারো উচিত তাঁর সঙ্গে কথা বলা, যেমনটা ধোনি সবার সঙ্গে করত। ক্রিকেট মনস্তাত্ত্বিক খেলা। পান্তকে তাঁর আক্রমণাত্মক ক্রিকেটের জন্য সহযোগিতা করা উচিত।'