অবসরে সারাহ টেলর

ছবি: ছবিঃ ইসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সারাহ টেলর। ইংল্যান্ডের প্রমিলা এই উইকেটরক্ষক গত কয়েকবছর ক্রিকেটকে উপভোগ করতে পারছিলেন না। এ কারণেই ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
৩০ বছর বয়সী সারাহ অবসর প্রসঙ্গে বলেন, 'এই সিদ্ধান্ত নেয়াটা কঠিন ছিল, কিন্তু এটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করি। আগে এবং বর্তমানে আমার দলের যত সদস্য আছে তাদের আমি ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সবসময় আমাকে সাহায্য করেছে। আমার বন্ধুরাও আমাকে সঙ্গ দিয়েছে। ইংল্যান্ডের হয়ে খেলাটা আমার স্বপ্ন ছিল। ইংল্যান্ডের মেয়েরা অনেক দূর এগিয়ে গিয়েছে। এর একটি অংশ হতে পেরে আমার ভালো লাগছে।'
সারাহর বিদায়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে, 'ইংলিশ ক্রিকেটে সারাহ শেষ ১৩ বছরে যা করেছে সে জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। নারী ক্রিকেটে তাঁর কণ্ঠস্বর সর্বদাই চড়া ছিল। তাঁকে আমরা আগামী দিনের জন্য শুভকামনা জানাই।'
ইংল্যান্ডের হয়ে সারাহর অভিষেক হয়েছিল ২০০৬ সালে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট রান ৬৫৫৩, যা ইংল্যান্ডের নারী ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
ব্যাট হাতে রান করা ছাড়াও দৃষ্টিনন্দন উইকেট কিপিংয়ে সবাইকে মুগ্ধ করেন সারাহ। উইকেটের পেছনে তাঁর ডিসমিসাল ২৩২টি, যা নারী ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ।