অনুশীলনের সুবিধা নিয়ে আশরাফুলের অভিযোগ

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের জন্য খুব বেশি সুযোগ নেই বলে অভিযোগ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
বৃহস্পতিবার মিরপুরে আশরাফুল বলেন, ‘সুযোগ সুবিধা বলতে অনুশীলন করার জায়গাটা তো দরকার। ইনডোরেও জায়গা থাকে না, আবার বর্ষাকাল থাকে। ওই সময় অনুশীলন করার একটা জায়গা দরকার।
অনুশীলনের জন্য এই জায়গা খুব কম পাওয়া যায়। যারা জাতীয় দল, এইচপি বা অনূর্ধ্ব-২৩ দলের বাইরে থাকে, তাদের জন্য একটু কষ্টকর। তাও চেষ্টা করছি।’
জাতীয় দলের নিয়মিত ক্রিকেটাররাই অনুশীলন করে থাকেন মিরপুরে। এ ছাড়া বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা যায়।
নারী ক্রিকেট দলও ব্যস্ত সময় পার করে থাকে মিরপুরে। এ ছাড়া বাংলাদেশ ‘এ’ দল, হাই পারফরম্যান্স ইউনিটের বিভিন্ন পোগ্রামও চলে মিরপুরে।
তাই জাতীয় দল থেকে একটু দূরে থাকা ক্রিকেটাররা মিরপুরে অনুশীলন করার সুযোগ খুব বেশি পান না।
