promotional_ad

বিসিবি পরিচালক লোকমান আটক

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ মো. লোকমান হোসেন ভূঁইয়াকে আটক করেছে র‌্যাব-২ এর একটি দল।


গত বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত নয়টার কিছুক্ষণ পর রাজধানীর তেজগাঁওয়ের বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। মনিপুরি পাড়ার সেই বাসাটিতে বিপুল মাদকদ্রব্যও পাওয়া গেছে।



promotional_ad

আটক করার পর লোকমানকে র‍্যাব-২ এর প্রধান কার্যালয়ে নেয়া হয়। অনুমোদনহীন মাদক রাখায় কারণেই মূলত তাঁকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে একটি সূত্র।


এ ছাড়া গত বুধবার সকালে বিসিবির সহ সভাপতি এবং পরিচালক মাহবুবুল আনামের বিরুদ্ধে অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে বিসিবির এই পরিচালকের ওপর। 


দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহবুবুল আনামকে নোটিশ দেয়া হয়েছে। তাঁকে আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে।



প্রাথমিক অনুসন্ধানে মাহবুবুল আনামের নামে ৪ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকার স্থাবর ও ৫৬ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার ৯৪৪ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৬২ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৯৪৪ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball