আমাকে রাগাতে এসেছেন, সাংবাদিককে মিসবাহর প্রশ্ন

ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের সঙ্গে রসিকতা করেছেন মিসবাহ উল হক। পাকিস্তানের হেড কোচ এবং প্রধান নির্বাচক মিসবাহকে বিব্রত করে প্রশ্ন করেছিলেন সেই সাংবাদিক। জবাবে উত্তেজিত না হয়ে ঠাণ্ডা মাথায় সেই সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে যান মিসবাহ।
খেলোয়াড়ি জীবনে ধীরগতির ইনিংসের কারণে সমালোচিত ছিলেন মিসবাহ। বর্তমানে দলের দুটি গুরুত্বপূর্ণ পদে আছেন তিনি। এখন কি তাঁর দল ধীরগতির ইনিংস খেলবে, এমন এক প্রশ্ন করেছিলেন সেই পাকিস্তানি সাংবাদিক।

তাঁর প্রশ্ন ছিল, ‘আপনি ব্যাটসম্যান হিসেবে আক্রমণাত্মক ছিলেন না, ধীরগতির ইনিংসই খেলেছেন সবসময়। এখন দলের প্রধান কোচ হিসেবে আপনি কি চাইবেন? আপনার দল ধীরগতিতে খেলুক?’
জবাবে শীতল কণ্ঠে মিসবাহ বলেন, ‘আপনার এই প্রশ্নই তো অনেক ধীরগতির। আমার মনে হয় আপনি আজ এখানে আসার সময় গাড়ি পাননি। অথবা আপনি এখানে এসেছেন উল্টাপাল্টা প্রশ্ন করে হেড কোচকে রাগিয়ে দিতে।’
উপস্থিত সাংবাদিকরা এমন প্রশ্নের জবাবে হেসে ওঠে। প্রশ্নের জবাব ঠিকমতো না দিলেও মিসবাহর ব্যক্তিত্ব সম্পর্কে দিন দিন জানতে পারছে পাকিস্তানের ক্রিকেট। এ কারণেই দেশটির বিদায়ী প্রধান কোচ মিকি আর্থার, মিসবাহকে পাকিস্তান ক্রিকেটের গডফাদার বলে সম্বোধন করেন।
গত বুধবার আর্থার বলেন, ‘মিসবাহ ভালো করবেই। আমি জানি, সে পাকিস্তান ক্রিকেটের গডফাদার। ব্যক্তি হিসেবে মিসবাহ দারুণ, এই ব্যাপারেও কোনো সন্দেহ নেই। সে ভালো করবে, এই ব্যাপারেও কোনো সন্দেহ নেই। পিসিবি যোগ্য ব্যক্তিকেই দায়িত্ব দিয়েছে।’