promotional_ad

পান্তের কারণেই সাময়িক বিরতিতে ধোনি!

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মহেন্দ্র সিং ধোনির অবসরের পর ঋষভ পান্তের দিকেই চেয়ে থাকবে ভারত। অথচ আইপিএল মাতানো পান্ত এখনও তেমন কিছুই করতে পারেননি দলের হয়ে। তবুও আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে পান্তকেই চাইছেন ধোনি।


ভারতের গণমাধ্যমের সূত্র অনুযায়ী, আগামী দিনের জন্য পান্তকে তৈরি করতে ক্রি???েট থেকে সাময়িক বিরতি নিয়েছেন ৩৮ বছর বয়সী ধোনি। নভেম্বর পর্যন্ত বিশ্রামে থাকবেন ধোনি, এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরবেন তিনি।


ধোনি কবে অবসর নেবেন- এই ব্যাপারে এখনও কিছু না জানা গেলেও পান্তের কারণেই যে সাময়িকভাবে ধোনি সরে দাঁড়িয়েছেন সেই ব্যাপারে অনেকটাই নিশ্চিত হয়েছে ভারতের গণমাধ্যম।



promotional_ad

অবশ্য ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে তুলনামূলক সফল হলেও রঙিন পোশাকে সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না পান্ত। ১১ টেস্ট ম্যাচে পান্তের গড় ৪৪.৩৫। সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি আছে দুটি করে। 


কিন্তু ওয়ানডে আর টি-টোয়েন্টিতে পান্তের গড় যথাক্রমে ২২.৯ এবং ২০.৩১। ১২টি ওয়ানডে খেলে এখনও হাফ সেঞ্চুরির দেখাও পাননি পান্ত! ২০টি টি-টোয়েন্টিতে তাঁর হাফ সেঞ্চুরি আছে দুটি।


গেল কয়েক বছর ধরে ভারতের পাইপলাইন বেশ শক্তিশালী। এমন পাইপলাইন থাকার পরেও পান্তকে কেন ছুঁড়ে ফেলা হচ্ছে না, সেটা নিয়েও ভারতীয় মিডিয়ায় বিতর্ক আছে।


আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন স্যামসন। কিশান খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের 'এ' দলের হয়ে রাঙাচ্ছেন এই দুজন।



কেএস ভারত ব্যাট হাতে আস্থার প্রতিদান দিচ্ছেন লম্বা ফরম্যাটের ক্রিকেটে। টেস্ট দলে পান্তের আরেক প্রতিদ্বন্দ্বী ঋদ্ধিমান সাহা। এই ঋদ্ধিমানকে হটিয়েই টেস্ট দলে জায়গা করে নিয়েছিলেন পান্ত।


সবমিলিয়ে পান্তের প্রতিদ্বন্দ্বী এখন চার উইকেটরক্ষক। কিন্তু ধোনি অথবা অধিনায়ক বিরাট কোহলির পূর্ণ সমর্থন পেয়ে যাচ্ছেন তিনি।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball