promotional_ad

ফাইনাল খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তামিম

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্ট ||


ক্রিকেট থেকে তামিম ইকবালের বিরতি নেয়ার খবর পুরনো হয়ে গেছে। সময় পেরিয়ে গেছে ৩৩ দিন। ক্রিকেটে ফেরার সময়েও চলে এসেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনার। কিন্তু লম্বা সময় পেরিয়ে গেলেও ক্রিকেটে ফেরার মতো অবস্থায় আসেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। তাই তো ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে খেলতে বলা হলেও রাজি হননি তামিম। 


ফাইনাল ম্যাচ যেকোনো দলের কাছেই বিশেষ গুরুত্বের। সেই বিবেচনা থেকেই দেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানকে দলে চেয়েছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ফাইনাল খেলার জন্য তামিমের সঙ্গে বসেছিল তারা। কিন্তু খেলার মতো অবস্থায় আসেননি জানিয়ে আফগানিস্তানের বিপক্ষে ফাইনাল খেলতে রাজি হননি তামিম।


বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এ বিষয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘ফাইনাল খেলার মতো অবস্থায় আছে কি না এটা জানতে আমরা তামিমের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তামিম আমাদের জানিয়েছে, সে এখনও খেলার মতো অবস্থায় আসেনি।’



promotional_ad

ইংল্যান্ড বিশ্বকাপ থেকে দুঃসময় পিছু নিয়েছে তামিমের। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জমমজমাট এই আসলে ব্যর্থতার খোলসে আটকে গিয়েছিলেন টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক। আট ম্যাচ পেলেও সেই খোলস ভাঙতে পারেননি তিনি। আট ম্যাচে একটি হাফ সেঞ্চুরিতে ২৩৫ রান করেন তামিম। যা তাঁর নামের পাশে বেমানানই!  


শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ব্যর্থতা ঝেরে ফেলার সুযোগ পেয়েছিলেন তামিম। কিন্তু এই সিরিজে নেতৃত্ব দেয়ার ব্যাপারটি হয়তো বোঝা হয়ে চেপেছিল তাঁর কাঁধে। এই চাপ আর জয় করা হয়নি তাঁর। তিন ম্যাচে তামিমের ব্যাট থেকে আসে মাত্র ২১ রান। 


দুঃস্বপ্নের দুটি সিরিজের যন্ত্রণা ভুলতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম চেয়ে গত ১০ আগস্ট আবেদন করেন তামিম। নিজেকে ফিরে পাওয়ার পথ খুঁজতে সময় চাওয়া তামিমের আবেদনে সাড়া দেয় বিসিবিও। সেই থেকে ক্রিকেটের বাইরে ছিলেন বাঁহাতি এই ওপেনার। 


৩১ দিনের বিরতি নিজের মতো করে সময় কাটিয়েছেন তামিম। লম্বা বিরতির পর ২২ সেপ্টেম্বর মাঠের অনুশীলনে ফিরেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এদিন সোয়া ১২টায় অনুশীলন শুরু করে প্রায় এক ঘণ্টা নেটে ব্যাটিং অনুশীলন করেন তামিম। অনুশীলনের পুরোটা সময়ই স্পিন বোলারদের মোকাবেলা করেন তিনি। 



দলের ইনিংস উদ্বোধন করার গুরুদায়িত্ব তামিমের কাঁধে চেপেছে ১২ বছর হলো। উদ্বোধনী জুটির অন্য প্রান্তে নাম বদল হলেও এক পাশে তামিমের নাম সিল মেরে বসিয়ে দেয়ার মতো। দীর্ঘদিন ধরে এই দায়িত্ব পালন করে আসছেন তিনি। কিন্তু বিশ্বকাপে নিজেকে হারিয়ে বসা দেশসেরা এই ব্যাটসম্যানকে যেন অবসাদ জেঁকে ধরে। যে অবসাদ দূর করতে শুধু ক্রিকেট থেকেই নয়, সবকিছু থেকেই লম্বা সময়ের জন্য নিজেকে দূরে রাখতে হলো তামিমকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball