টেস্ট থেকে অনির্দিষ্টকালের বিরতিতে মঈন আলী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাচ্ছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। ইংল্যান্ডের নতুন ঘোষিত টেস্ট ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মঈন আলী। যদিও ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ জানানো হয়েছে, তাদের পরিকল্পনায় আছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
ইংলিশ মৌসুমেও খারাপ সময় কাটিয়েছেন মঈন আলী। অ্যাশেজের প্রথম টেস্টের পর বাদ পড়েন মইন। সব মিলিয়ে বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মঈন বলেছেন, 'আমি পরিবারের সঙ্গে কিছু সময় কাটাতে চাচ্ছি। গত ৫ বছর ধরে ইংল্যান্ডের হয়ে খেলছি এবং ব্যাপারটা কঠিন। টেস্ট ক্রিকেটের গভীরতা বেশি, এ কারণেই বিরতি নিয়েছে এবং দেখা যাক পরবর্তীতে কী হয়।'
কেন্দ্রীয় চুক্তিতে না থাকাতে কোনো আপসোস নেই মঈনের। তবে এখনই লাল বলের ক্রিকেটকে বিদায় বলছেন না তিনি, 'ভবিষ্যতে টেস্ট ক্রিকেট খেলার সম্ভাবনা এখনই নাকচ করে দিচ্ছি না। অনেক কথা বলেছি, চিন্তা-ভাবনা করেছি এটা নিয়ে। নিজের ব্যাটারি আবার চার্জ করতে নিজেকে একটু সময় দিতে চাই, এরপর দেখতে চাই কী ঘটে।'
২০১৪ সালে ইংল্যান্ড দলে অভিষেকের পর এই প্রথম কেন্দ্রীয় চুক্তির কোনো পর্যায় থেকে বাদ পড়লেন মঈন। অবশ্য এ নিয়ে তেমন কোনো চিন্তা নেই তাঁর।
ইংল্যান্ডের হয়ে ৬০ টেস্ট খেলা মঈন বলেছেন, 'কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়াটা হতাশার, তবে আমি এটা নিয়ে ভাবছি না। ক্রিকেট কখনোই আমার কাছে টাকার ব্যাপার ছিল না। আমি সবসময়ই নিজের বিশ্বাসের ওপর নির্ভর করেছি, এবং বিশ্বাস করেছি সব ঠিকঠাক হয়ে যাবে।'
সীমিত ওভারের ক্রিকেটে আপাতত মনযোগী হতে চাচ্ছেন মঈন। ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টিতে নিজ দলকে শিরোপা জেতানোর লক্ষ্য এখন এই অলরাউন্ডারের। ২১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ফাইনালে শিরোপা ধরে রাখার মিশনে নামবে মঈনের দল উরস্টারশায়ার র্যাপিডস।