ব্যক্তিগত মাইলফলক নিয়ে ভাবেন না মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এদিন ৬২ রানে সাজঘরে ফিরলেও দলকে বড় স্কোর গড়তে অবদান রাখেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
এই ফরম্যাটে ৩২ মাস পর হাফ সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ। মাঝের ২৪ ইনিংসে বেশ কয়েকটি ভালো ইনিংস খেললেও তাকে অপেক্ষা করতে হয়েছে ৩২ মাস।
এতো সময় পর হাফ সেঞ্চুরি করলেও ব্যক্তিগত সাফল্য নিয়ে মাথা ব্যথা নেই এই ডানহাতি ব্যাটসম্যানের। জানিয়েছেন, সব সময় দলের জন্য অবদান রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘হাফ সেঞ্চুরি আমার কাছে কোন ম্যাটার করে না, ম্যাটার করে দল জিতেছে কিনা। আমি সব সময় দলের জন্য খেলার চেষ্টা করি। দলের জন্য অবদান রাখার চেষ্টা করি।
ব্যক্তগত মাইলফলক নিয়ে আমাদের দলের কোনো খেলোয়াড় চিন্তা করে বলে আমার মনে হয় না। অনেক সময় আপনাকে ১০ বলে ৩০ রান করে ম্যাচ জেতাতে হয়, ওইটাও দলের জন্যই। আপনি যখন ম্যাচ জিতবেন সবাই ওটাকেই উৎসাহ দেবে।’
চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। সেই ম্যাচের আক্ষেপ এই ম্যাচে দূর করেছেন তিনি।