promotional_ad

হ্যাডলির দিক্ষা কাজে লাগিয়ে সফল ব্রড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অ্যাশেজ শুরু আগে নিজেকে ভিন্নভাবে তৈরি করতে চেয়েছিলেন ইংল্যান্ডের ফ্রন্ট লাইন পেসার স্টুয়ার্ট ব্রড। এই জন্য নিউজিল্যান্ডের কিংবদন্তি বোলার স্যার রিচার্ড হ্যাডলির শরণাপন্ন হয়েছিলেন ব্রড। হ্যাডলির পরামর্শ নিয়ে অ্যাশেজে নতুন রূপে আবির্ভূত হন ডানহাতি এই পেসার।


পুরো সিরিজে অসাধারণ বোলিং করেছেন ব্রড। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারকে ১০ ইনিংসের সাতবারই সাজঘরে ফিরিয়েছেন তিনি। পাঁচ ম্যাচের সিরিজে ২৩ উইকেট নিয়েছেন এই পেসার। ইংল্যান্ডের হয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ব্রড।



promotional_ad

ইংলিশ এই পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন নিউজিল্যান্ডের হয়ে ৮৬ টেস্টে ৪৩১ টেস্ট উইকেট নেয়া হ্যাডলি। তবে ব্রডকে দেয়া পরামর্শের জন্য কোনো কৃতিত্ব নিতে চান না টেস্ট ইতিহাসের অন্যতম সেরা এই পেসার।


হ্যাডলি বলেন, 'আমি কোনো কৃতিত্ব নিতে পারি না, কারণ উপদেশ তো উপদেশই। মাঠে কিন্তু আপনাকেই যেতে হবে এবং পারফর্মও করতে হবে আপনাকে। ও সেটাই করে দেখিয়েছে। সে যতটা পরিণত এবং যেভাবে পারফর্ম করছে, তাতে বলা যায় সে কিংবদন্তি হওয়ার দ্বারপ্রান্তে আছে।'


গত জানুয়ারিতে অ্যাশেজের প্রস্তুতি নিয়ে ব্রড জানান, হ্যাডলির মতো বোলিং অ্যাকশন এবং ছোট রান-আপ নিয়ে নতুনভাবে কাজ করছেন তিনি। এমনকি ১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে খেলা কিউই এই ক্রিকেটারের ইউটিউব ভিডিও দেখেছেন তিনি।



ডেইলি মেইলে এক কলামে ব্রড লিখেছিলেন, 'এই প্রক্রিয়া চলাকালীন আমি স্যার রিচার্ডের সঙ্গে যোগাযোগ করেছিলাম, যিনি আমার বাবার সঙ্গে নটিংহ্যামশায়ারে খেলেছেন। তিনি আমাকে বিস্তারিতভাবে দুই-পৃষ্ঠার মেইলে জানিয়েছিলেন, তিনি নিজেকে পরিবর্তন করার সময় কী কাজ করেছিলেন।'


যদিও টেস্টে ৪৬৭ উইকেট নিয়ে হ্যাডলিকে ছাড়িয়ে গিয়েছেন ব্রড। তবুও কিউই কিংবদন্তির দেয়া পরামর্শই সফলতা এনে দিয়েছে তাঁকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball