নতুন দল নিয়ে ভারতের মুখোমুখি দ. আফ্রিকা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। সম্পূর্ণ নতুন দল নিয়ে ভারত সফরে এসেছে তারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার (১৮ সেপ্টেম্বর) মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা। মোহালিতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে ম্যাচটি।
ওয়ানডে বিশ্বকাপ খুব একটা ভালো কাটায়নি দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি ফাফ ডু প্লেসির নেতৃত্বাধীন দলটি। তাই এখন থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে তারা।
টি-টোয়েন্টি দলের জন্য নতুন অধিনায়ক নির্বাচন করেছে দক্ষিণ আফ্রিকা। উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কককে অধিনায়ক করে ভারত সফরে পাঠিয়েছে তারা। অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করা সুযোগ পেয়েছেন ডি কক। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ওয়ানডেতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের।

বাড়তি দায়িত্বের চাপ নুইয়ে পড়বেন না ডি কক, 'আমি এখনই এই সব নিয়ে ভাবছি না। এটা আমার জীবনের নতুন একটা মোড়। আমার দায়িত্বটা আরও বেড়ে গেল। আমি চাপ নিতে প্রস্তুত। তবে বলতে পারব না, এই চাপে আমার ভাল হবে না খারাপ। আশাকরি এই দায়িত্ব আমাকে আরও বেশি শক্তিশালী করবে।'
ঘরের মাঠের সিরিজটিকে তরুণদের সুযোগ দেয়ার মঞ্চ হিসেবে নিয়েছে ভারতও। ২০২০ বিশ্বকাপের আগে দলের জন্য ক্রিকেটার পরোখ করে দেখতে চাইছে দলটি। যে কারণে দলে জায়গা হয়েছে তরুণ ক্রিকেটারদের।
অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে শ্রেয়াস আইয়ার, রাহুল চাহার, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, নভদ্বীপ সাইনিরা জায়গা পেয়েছেন প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি দলে।
বৃষ্টির কারণে সিরিজে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচটি জিততে মরিয়া থাকবে দুই দলই। সিরিজে এগিয়ে থাকতে চাইবে তারা। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় রয়েছে ক্রিকেট বিশ্ব।
ভারতের সম্ভাব্য একাদশঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান/ লোকেশ রাহুল, মানিশ পান্ডে/ শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা/ রাহুল চাহার, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, নভদ্বীপ সাইনি।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশঃ কুইন্টন ডি কক (অধিনায়ক), রাসি ফন ডার ডাসেন (সহ অধিনায়ক), রিজা হেন্ড্রিকস, ডেভিড মিলার, টেম্বা বাভুমা, জুনিয়র ডালা/ অ্যানরিক নরকিয়া, বর্ন ফরটুইন/ জর্জ লিনডে, আন্দাইল ফেহলুকায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি।