promotional_ad

অবশেষে স্বস্তিতে সাকিব

ছবি- রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই হারের বৃত্তে আবদ্ধ হয়ে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফর থেকে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে ফেরার পর দেশের মাটিতে টেস্টের নবীন দল আফগানিস্তানের কাছে নাস্তানাবুদ হতে হয়েছে তাদের।


একটি জয়ের জন্য তাই রীতিমত মরিয়াই হয়ে ছিল বাংলাদেশ। অবশেষে সেই বহুল প্রতীক্ষিত জয়টি ধরা দিল জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে। হ্যামিল্টন মাসাকাদজার দলকে আজ ৩ উইকেটে হারিয়েছে সাকিববাহিনী। দীর্ঘ দিন পর এই জয় পাওয়ায় স্বাভাবিকভাবেই স্বস্তির সুবাতাস বইছে অধিনায়ক সাকিবের মনে।



promotional_ad

বিশেষ করে জয়টি বেশ কষ্টসাধ্য হওয়াতেই বেশি তৃপ্তি পাচ্ছেন তিনি। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, 'আমরা এই জয় থেকে অনেক বেশি আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছি। দল বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলো। তাই এই সহজ একটি জয়ের চেয়ে এই কষ্ট সাধ্য জয়টি অনেক আত্মবিশ্বাস দিবে আমাদের।'


আগামী ১৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। জয়ের এই ধারা সেই ম্যাচেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সাকিব। তিনি বলেন, 'আমরা আশা করি এই মোমেন্টাম আগামী ম্যাচেও ধরে রাখতে পারবো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে।'


জয়ের দুই নায়ক মোসাদ্দেক এবং আফিফকে প্রশংসায় ভাসাতে অবশ্য ভুল করেননি সাকিব। মোসাদ্দেক এবং আফিফ যেভাবে খেলেছে তাতে আমি বেশ খুশি। আশা করি তারা এভাবেই তাদের খেলা ধরে রাখতে পারবে এবং টপ অর্ডারও ফর্মে ফিরবে।'



বৃষ্টির কারণে ১৮ ওভারে নেমে আসা ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। এরপর খেলতে নেমে বাংলাদেশের সামনে ১৪৫ রানের বড় লক্ষ্য দেয় জিম্বাবুয়ে। এই লক্ষ্যে খেলতে নেমে ৬০ রানে ৬ উইকেট হারিয়ে বসে তারা। এরপর মোসাদ্দেক হোসেন সৈকত এবং আফিফ হোসেনের ৮২ রানের দারুণ একটি জুটিতে রুদ্ধশ্বাস জয় তুলে আনে স্বাগতিকরা। ২৬ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ সেরা হন আফিফ।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball