সেমিফাইনাল না খেলেই ফাইনালে বাংলাদেশ-ভারত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান যুব এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বৃষ্টি বাধায় বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হলে গ্রুপ বেশি ম্যাচ জেতা বাংলাদেশ ফাইনালে পৌঁছে যায়।
গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতেছিল আকবর আলীর দল। স্বাগতিক শ্রীলঙ্কা, নেপাল এবং আরব আমিরাত; সবাইকে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় তৌহিদ হৃদয়, শামিম হোসেনরা। অন্য গ্রুপে থাকা আফগানিস্তান পয়েন্ট ব্যবধানে বাংলাদেশের পিছিয়ে ছিল। তাই বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পাশাপাশি কপাল পুড়েছে তাদেরও।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বৃষ্টির কারণে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যকার সেমিফাইনাল ম্যাচটিও পরিত্যক্ত হয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলা ভারতও ফাইনালে উঠেছে কোনো লড়াই না করেই।
আগামী ১৪ সেপ্টেম্বর ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।