আমরা পিছিয়ে নেইঃ মাসাকাদজা

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ এবং সফরকারী জিম্বাবুয়ে। এই ম্যাচে নিজেদের খুব একটা পিছিয়ে রাখছেন না জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৬৬টি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। এই অভিজ্ঞতাকে পুঁজি করে সিরিজের প্রথম ম্যাচে সাফল্য বয়ে আনতে চান মাসাকাদজা। একই সঙ্গে বাংলাদেশের পরিচিত কন্ডিশনও স্বাচ্ছন্দ্যের হতে পারে বলে মনে করেন তিনি।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে অধিনায়ক বলেন, ‘অবশ্যই আমরা খুব বেশি পিছিয়ে নেই। আমরা টি-টোয়েন্টি ক্রিকেট ভালো খেলেছি এবং এই কন্ডিশনের সঙ্গে যথেষ্ট পরিচিত। আমরা বাংলাদেশে অনেক ভালো খেলেছি এই ফরম্যাটে। তাই আমরাও খুব বেশি পিছিয়ে নেই।’
সিরিজে বাংলাদেশ এবং আফগানিস্তানকে মোটেও সহজভাবে নিচ্ছেন না মাসাকাদজা। বিশেষ করে নিজেদের কন্ডিশনে যে সাকিবরা যথেষ্ট শক্তিশালী, এই ব্যাপারটিকে মাথায় রাখছেন তিনি। মাসাকাদজার ভাষায়, ‘আমি জানি যে উভয় দলই অনেক বেশি শক্তিশালী। আফগানিস্তান অনেক ভালো টি-টোয়েন্টি ক্রিকেট খেলে। বাংলাদেশ তাদের নিজেদের কন্ডিশনে দুর্দান্ত।’
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার জিম্বাবুয়ের মুখোমুখি হওয়ার পর ১৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে সাকিববাহিনী।