আমরা যা করব, সবাইকে তা মানতে হবেঃ পাপন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে চলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর তাই সবাইকেই বোর্ডের করা নীতিমালা অনুসারে চলতে হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
কিছুদিন আগে ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি করেন সাকিব আল হাসান। এই ইস্যুতে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ফ্র্যাঞ্জাইজিগুলোর মধ্যে তৈরি হয় দ্বন্দ্ব।

পরবর্তীতে সকল চুক্তি বাদ দেয়ার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। আগামী চার বছরের জন্য নতুন নীতিমালা তৈরি করার ঘোষণা দেয়া হয়। এবার পাপন জানালেন, কোনো দলেল মালিকানা থাকবে না। সব দলের মালিক হবে বিসিবি এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
বুধবার সংবাদ সম্মেলনে করে বোর্ড সভাপতি বলেন, ‘সাকিবের ইস্যুতে কোনো অস্বচ্ছতা ছিল না। খেলোয়াড় ধরে রাখার নিয়ম আছে। আপনি আরেক দল থেকে চাইলেই খেলোয়াড় নিয়ে নিতে পারেন না। এটা সবাই জানে, সব ফ্র্যাঞ্জাইজি জানে। এটা মূলনীতি। এটা তো সাকিব আরও ভালো জানে। ও তো দেশের বাইরে বেশি খেলতে যায়।’
‘সাকিবকে বলেন না, এ বছর হায়দরাবাদে না খেলে চেন্নাইতে নিজের ইচ্ছায় খেলতে। সম্ভব না এটা। খালি বাংলাদেশ বলে সব সম্ভব হয়েছে। এগুলো আর হবে না। এবার থেকে আমরা যেটা করব, সেটা সবাইকে মানতে হবে। একদম আইপিএল ফরম্যাট।’
বিসিবি সভাপতি জানিয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), বিগ ব্যাশের নিয়মে হাঁটতে যাচ্ছে বাংলাদেশের ঘরোয়া এই টুর্নামেন্ট।