বিপিএলের সব দলের মালিক বিসিবি!

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল)। যেখানে সবগুলো দলের মালিক থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
ইতোমধ্যে নামও পরিবর্তন করা হয়েছে বাংলাদেশের ঘরোয়া এই টুর্নামেন্টের। বিপিএলের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বুধবার ঘোষণা দিয়েছেন পাপন।

আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেয়া সব দলের খেলোয়াড়দের দায়িত্ব নেবে বিসিবি। এতে সবাই সন্তুষ্ট হবে বলে ধারণা বিসিবি সভাপতির।
বুধবার জরুরী ভিত্তিতে সংবাদ সম্মেলন করে পাপন বলেছেন, ‘সব কিছু চিন্তা করেছি, এবারের বিপিএল বিসিবি নিজের অর্থায়নে করবে। দলগুলোর মালিকানা সব বিসিবির থাকবে। আমরা কোনো ফ্রাঞ্চাইজিতে যাচ্ছি না কিংবা দিচ্ছি না। প্রত্যেকটা যা দল ছিল সেটা ঠিক থাকবে। শুধু পরিচালনা বিসিবি করবে।’
‘খেলোয়াড়দের টাকা-পয়সা, থাকা-খাওয়া, গাড়ি সব আমরা করবো। এতে আমি মনে করি ওরা সবাই খুশি হবেন। যারা আর্থিক ক্ষতির কথা বলছিলেন, তারা তো আরও বেশি খুশি হবেন। পুরো টাকাটাই বেঁচে যাবে। আমরাই এবার সব করবো।’
যদিও এখনো প্রাথমিক পর্যায়ে আছে বঙ্গবন্ধু বিপিএলের নীতিমালা। পাপন বলেন, ‘খেলোয়াড়দের পারিশ্রমিক সব কিছু বিসিবি করবে। এখনো এটা প্রাথমিক আলাপে আছে। কাল-পরশুর মধ্যে সব ঠিক হয়ে যাবে।’