টেস্ট খেলায় আগ্রহ নেই সাকিবেরঃ পাপন

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট খেলতে আগ্রহী নন সাকিব আল হাসান এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আর এই কারণেই বারবার অধিনায়কত্ব নিয়ে কথা বলছেন সাকিব, ধারণা পাপনের।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি দলপতি সাকিব জানিয়েছিলেন, অধিনায়কত্বে তাঁর কোনো আসক্তি নেই। এমন মতামত আফগানদের বিপক্ষে টেস্ট পরাজয়ের দিনও দিয়েছিলেন তিনি।

যার রেশ ধরে পাপন বুধবার সাংবাদিকদের বলেছেন, 'টেস্ট খেলার প্রতি আগ্রহ নেই সাকিবের। এই জন্য সে অধিনায়কত্ব নিয়ে কথা বলছে।'
২০১৭ সালের সেপ্টেম্বরে টেস্ট থেকে ছয় মাসের ছুটি চেয়ে বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছিলেন সাকিব। তিন মাসের ছুটি মঞ্জুর করেছিল বিসিবি। যে কারণে দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা হয়নি তাঁর।
দীর্ঘ পরিসরের ক্রিকেটের প্রতি অনীহার কারণেই এমন বিশ্রাম নেন সাকিব, জানিয়েছন বোর্ড সভাপতি। পাপনের ভাষায়, 'টেস্ট খেলার ইচ্ছা নেই বলেই হয়তো মাঝে মধ্যে টেস্টের সময় বিশ্রাম নিত সে।'
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৫৬ টেস্ট খেলেছেন সাকিব। টেস্ট ফরম্যাটে বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার তিনি। তাঁর নামের পাশে রয়েছে ৬ হাজারের অধিক রান এবং ২১০ উইকেট।