প্রস্তুতির নেশায় ফতুল্লায় মুশফিক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ দিন টি-টোয়েন্টি ফরম্যাটের বাইরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগে তাই যে যার মতো নিজেদের ঝালিয়ে নেয়ার কাজ শুরু করেছেন। বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও বেছে নিয়েছেন নিজের পথ।
ফতুল্লায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে বিসিবি একাদশ। বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি। নিজেকে টি-টোয়েন্টির জন্য প্রস্তুত করতে ম্যাচটি খেলতে ফতুল্লায় গিয়েছেন মুশফিক।

যদিও ১০ সেপ্টেম্বর বিসিবি একাদশের ঘোষিত ১৩ সদস্যের স্কোয়াডে ছিলেন না ডানহাতি এই ব্যাটসম্যান। তবুও সিরিজের আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতিটা সেরে নিতে চাইছেন তিনি।
বিশ্বকাপের দারুণ ফর্মে ছিলেন মুশফিক। ব্যাট হাতে টুর্নামেন্টে বাংলাদেশ দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরিতে ৩৬৭ রান সংগ্রহ করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও ফর্মে ছিলেন মুশফিক। অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলেন কলম্বোতে। কিন্তু পরবর্তীতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেই হারিয়ে ফেলেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। দুই ইনিংসে তাঁর রান ছিল যথাক্রমে ০ এবং ২৩।
১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে আফগানিস্তান, জিম্বাবুয়ে এবং বাংলাদেশ নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন এই সিরিজে নিজেকে মেলে ধরতে মরিয়া হয়ে আছেন ডানহাতি এই ব্যাটসম্যান। তাই বিসিবি একাদশের হয়ে টি-টোয়েন্টির প্রস্তুতিটা সেরে নিতে চাইছেন মুশফিক।