promotional_ad

রেকর্ড রান তাড়ায় ভেস্তে গেল গেইলের সেঞ্চুরি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি ফরম্যাটে রান তাড়ার রেকর্ড গড়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। বুধবার জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে ২৪২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে দলটি।


টি-টোয়েন্টির ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করা ম্যাচ। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া ২৪৫ রান তাড়া করে জিতেছিল। সিপিএলের ইতিহাসে এটি সর্বোচ্চ সংগ্রহ। এক ম্যাচের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও হয়েছে এই ম্যাচে, দুই দলের ছক্কার সংখ্যা ৩৭টি।



promotional_ad

ম্যাচটিতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন জ্যামাইকা তালাওয়াসের বাঁহাতি ওপেনার ক্রিস গেইল। ৬২ বলে ১১৬ রানের ইনিংসে চার উইকেটে ২৪১ রানের পুঁজি পায় দলটি। টি-টোয়েন্টিতে এটি গেইলের ২২তম সেঞ্চুরি।


এছাড়া তালাওয়াসের হয়ে ৩৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেন চ্যাউইক ওয়ালটন। সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে ৩৯ রানে ২ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ।


বিশাল এই লক্ষ্যে এভিন লুইস, ডেভন থমাস এবং ফ্যাবিয়ান অ্যালেনের বিধ্বংসী ব্যাটিংয়ে চার উইকেট এবং সাত বল হাতে থাকতেই জিতে যায় নেভিস প্যাট্রিয়টস। ভেস্তে যায় গেইলের সেঞ্চুরি।



১৮ বলে ৫৩ রান করেছেন লুইস, ৪০ বলে ৭১ রানের ইনিংসে খেলেছেন থমাস। ১৫ বলে ৩৭ রানের অপরাজেয় ইনিংস খেলে দলের জয়ে অবদান রেখেছেন অ্যালেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball