promotional_ad

ইংল্যান্ডের স্বার্থপর হওয়া উচিতঃ অ্যান্ডারসন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বের ক্রিকেট খেলুড়ে সব দলই স্বাগতিক হওয়ার সুবিধা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে নেয়। কিন্তু এই জায়গায় অনেক পিছিয়ে ইংল্যান্ড, মনে করেন দলটির অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। ঘরের মাঠের খেলায় ইংল্যান্ডকে আরও পক্ষপাতী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।


১৮ বছর পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ ধরে রাখতে পেরেছে অস্ট্রেলিয়া। সিরিজে ২-১য়ে এগিয়ে আছে সফরকারী দলটি। অ্যান্ডারসন মনে করছেন, ইংল্যান্ডের মাটিতে মানানসই উইকেট পেয়েছে অজিরা। যা তাদের সাহায্য করেছে চলমান এই লড়াইয়ে।



promotional_ad

তাই ইংলিশ কিউরেটরদের স্বাগতিক দলের সুবিধা মতো উইকেট তৈরি করার পরামর্শ দিয়েছেন টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করা এই পেসার।


অ্যান্ডারসনের মতে, 'আমার মনে হয় উইকেটগুলো আমাদের চেয়ে অস্ট্রেলিয়ার জন্য বেশি মানানসই। আমি উইকেটে কিছু ঘাস পছন্দ করতাম কিন্তু এটাই এখানকার খেলার ধরন। আমরা অস্ট্রেলিয়া যাই এবং সেখানকার উইকেট তাদের জন্য উপযুক্ত থাকে। তারা এখানে আসে এবং তাদের মন মতো উইকেট পায়। এটা সঠিক মনে হচ্ছে না।'


২০১৮ সালে ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সফরকারীদের হারিয়েছিল তারা। সেই সময়ের উইকেটগুলো ইংল্যান্ডের জন্য উপযুক্ত ছিল বলে মনে করেন অ্যান্ডারসন।



টেস্টে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি এই বোলার বলেছেন, 'গত বছর ভারত সিরিজের জন্য বানানো উইকেটগুলো ভালো ছিল। সবুজ উইকেট ছিল না কিন্তু আমার মনে ওই উইকেটগুলো ভারতের চেয়ে আমাদের জন্য বেশি মানানসই ছিল। আমরা স্বাগতিক দলের সুবিধা তেমন ব্যবহার করতে পারি না।'


'যখন আপনি অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কায় যাবে, তারা নিজেদের সুবিধা মতো উইকেট তৈরি করে। আমার মনে হয়, দলের জন্য আমাদেরও আরেকটু স্বার্থপর হওয়া উচিত।' যোগ করেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball