শীর্ষে রশিদ, দ্বিতীয়তে তাইজুল

ছবি: ছবি- রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বল হাতে রীতিমত ছড়ি ঘুরিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। ২ ইনিংস মিলিয়ে ১১ উইকেট শিকার করেন এই তারকা লেগ স্পিনার। যেখানে মাত্র ১০৪ রান খরচ করেছেন তিনি।
সিরিজে বোলারদের তালিকায় শীর্ষ থাকা রশিদ প্রথম ইনিংসে ৫৫ রান খরচায় ৫ উইকেট নেন। এরপর দ্বিতীয় ইনিংসে আরো বিধ্বংসী রুপে আবির্ভূত হন তিনি। ৪৯ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধ্বস নামান। তাঁর বোলিং গড় ৯.৪৫।

রশিদের পর তালিকার দুই নম্বরে আছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নেন তিনি। তাঁর বোলিং গড় ৩৩.৬৬। ৬৯ ওভার বোলিং করে ২০২ রান খরচ করেন তিনি।বাংলাদেশের বোলারদের মধ্যে একমাত্র সফল বোলার তাইজুলই।
এরপর তিন নম্বর জায়গাটি দখলে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ৪১ ওভারে ২৪.৪০ গড়ে ৫ উইকেট নেন তিনি। যেখানে ১২২ রান গুনেছেন সাকিব। এরপর যথাক্রমে তালিকায় আছেন মোহাম্মদ নবি এবং নাঈম হাসান। ৪টি করে উইকেট পেয়েছেন উভয়ই।
আফগানিস্তানের কাছে একমাত্র টেস্টে ২২৪ রানের বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। এবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের মিশনে মাঠে নামবে সাকিবদের দল। ১৩ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে বাংলাদেশের।