পঞ্চাশের খুব কাছে মুস্তাফিজ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের আগে দারুণ একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। আর মাত্র ২টি উইকেট পেলেই দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
একই সঙ্গে চতুর্থ বোলার হিসেবে সবথেকে কম ম্যাচ খেলে ৫০ উইকেট শিকার করার কীর্তি গড়বেন মুস্তাফিজ। বর্তমানে টাইগার এই পেসারের উইকেট ৩০ ম্যাচে ৪৮টি। যেখানে তাঁর ইকোনমি রেট ৭.৬৭ এবং গড় ১৭.৬৬।

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই এই মাইলফলকে পা রাখতে পারেন মুস্তাফিজ। মুস্তাফিজের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সময়ের মধ্যে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন শ্রীলঙ্কার স্পিনার অজান্তা মেন্ডিস, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির এবং আফগানিস্তানের রশিদ খান।
৫০ উইকেট পাওয়ার জন্য তাহির এবং রশিদ খেলেছেন ৩১টি ম্যাচ। অপরদিকে লঙ্কান তারকা মেন্ডিসের সময় লেগেছে ২৬টি ম্যাচ। তবে প্রথম পেসার হিসেবে এই মাইলফলকের সামনে রয়েছেন মুস্তাফিজ।
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট মুস্তাফিজের। তাঁর আগে ৭২ ম্যাচে ৮৮ উইকেট নিয়ে শীর্ষ স্থানে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তালিকার তিন, চার এবং পাঁচ নম্বর স্থানে রয়েছেন যথাক্রমে আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা এবং আল-আমিন হোসেন।
৩৪ ম্যাচে ৪৪ উইকেটের মালিক তিনে থাকা স্পিনার রাজ্জাক। অপরদিকে মাশরাফি শিকার করেছেন ৫৪ ম্যাচে ৪২ উইকেট। আর আরেক পেসার আল-আমিন ২৫ ম্যাচে ৩৯ উইকেটের মালিক।