একদিন খেলা ক্রিকেটারও এই রিভিউ নিতো নাঃ সাকিব
ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের হয়ে ২০ টেস্ট খেলা অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ক্রিকেট জ্ঞান নিয়ে সন্দিহান দলের অধিনায়ক সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে ভুল রিভিউ নেয়ায় মিরাজের ক্রিকেট জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন সাকিব।
বৃষ্টি বাধায় পঞ্চম দিনের খেলা প্রায় ভেস্তে যাওয়ার উপক্রম। প্রথম সেশনের পুরোটায় পণ্ড হয়েছে বৃষ্টিতে। দ্বিতীয় সেশনে মাঠে নামলেও মাত্র ১৩টি বল খেলা সম্ভব হয়েছে। এরপর আবার বৃষ্টির হানায় খেলা বন্ধ ছিল প্রায় তিন ঘণ্টা। দিনের শেষভাগে দুই দলের সামনে সময়সীমা বেধে দিয়েছিলেন আম্পায়াররা।
ড্র করতে বাংলাদেশকে উইকেটে টিকে থাকতে হবে ১৯.৩ ওভার, আর জিততে হলে আফগানদের এই সময়ে তুলে নিতে হতো স্বাগতিকদের চার উইকেট। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই নিজের উইকেট দিয়ে এসেছেন ৪৪ রান করা বাংলাদেশের অধিনায়ক সাকিব।

এরপর সৌম্য সরকারকে সঙ্গ দিতে নামা মিরাজ দারুণ খেলছিলেন। কিন্তু ৫৫.৩ ওভারে রশিদ খানের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন মিরাজ। আফগানদের আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু মিরাজ রিভিউয়ের আবেদন করেন। পরবর্তীতে দেখা যায় সরাসরি লেগ স্টাম্পের মাঝে আঘাত হানে বলটি। রিভিউ নষ্ট করে ফেরেন মিরাজ।
এ প্রসঙ্গে ম্যাচ শেষে সাকিব বলেন, 'ফলাফল যদি দেখেন আমি বলব অবশ্যই নাই। কারণ যদি সেই সামর্থ্য থাকতো তাহলে আমরা আরও ভালো কিছু দেখাতে পারতাম। তাইজুলের আউটটা ব্যাট প্যাড ছিল। কিন্তু এর আগে মিরাজ যেই রিভিউটা নিল, যে একদিন ক্রিকেট খেলেছে তারও বোঝা উচিৎ ছিল এটা সরাসরি আউট।'
মিরাজের বিদায়ের পর উইকেটে নামা তাইজুল ইসলামও লেগ বিফোরের ফাঁদে পড়েছিলেন রশিদ খানের বলে। যদিও বলটি ব্যাটে লেগেছিল, কিন্তু রিভিউ না থাকায় আম্পায়ারের সিদ্ধান্ত মেনে মাঠ ছাড়তে হয়েছে তাইজুল।
সেই আফসোস পোড়াচ্ছে অধিনায়ক সাকিবকে। তাঁর মতে, মিরাজের বোকামির ফলে রিভিউ হারিয়েছে বাংলাদেশ, 'মিরাজ যদি রিভিউটা না নিতো তাহলে এটা তাইজুল ব্যবহার করতে পারত। সেটা আমাদের সাহায্য করত। তাইজুল আগের ইনিংসেও ভালো ব্যাটিং করেছিল। ডিফেন্স করে রেখেছিল। এই ধরনের ভুল-ভ্রান্তি গুলোও হচ্ছে।' যোগ করেছেন সাকিব।
৩.২ ওভার বাকি ছিল দিনের, কিন্তু অলআউট হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত আফগানদের বিপক্ষে ২২৪ রানের ব্যবধানে পরাজিত হতে হয়েছে বাংলাদেশকে।