অধিনায়ক হওয়ার গুণাবলী রুটের মাঝে নেইঃ বয়কট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাশেজের শিরোপা ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। ২০০১ সালে নাসের হুসাইনের অধীনে সিরিজ হারের পর এবার জো রুটের অধীনে এমন লজ্জায় পরতে হলো ইংলিশদের।
যেকারণে চটেছেন ইংল্যান্ডের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। এমনকি রুটের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। তাদের মধ্যে একজন দেশটির সাবেক লিজেন্ডারি ব্যাটসম্যান জেফরি বয়কট।
তার মতে, ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিৎ রুটের। ডানহাতি এই ব্যাটসম্যানকে অধিনায়কত্ব করার জন্য সঠিক ব্যক্তি হিসেবে মনে হয়নি তার কাছে।

এমনকি অধিনায়ক হওয়ার গুণাবলী রুটের মাঝে নেই বলে মন্তব্য করেছেন বয়কট বয়কট বলেন, তার অধিনায়কত্বে আমি অনেক হতাশ। বিষয়টি নিয়ে তার ভাবা উচিৎ।
আমার মনে হয় অধিনায়কত্ব করার জন্য সঠিক ব্যক্তি না সে, যার প্রভাব তার ব্যাটিংয়েও পড়ছে। অধিনায়কত্ব হচ্ছে একটা গুন, যা সবার মধ্যে থাকে না কিংবা বই পড়েও শিখা যায় না। অধিনায়কত্ব হচ্ছে দাবা খেলার মতো।
আপনাকে সবসময় দুই কদম আগে ভাবতে হবে। লম্বা সময় নিয়ে ভাবতে হবে, সুযোগ পেলে আক্রমণ করতে হবে। আমার মনে হয় না রুট এই জিনিষগুলো বুঝতে পারে। সে হয়তো ধরতে পারে না।
অ্যাশেজে প্রত্যাশিত ফলাফল করতে না পারলেও আগামী দিনগুলোতে ইংল্যান্ডের নেতৃত্বভার সামলাতে চান ইংলিশ অধিনায়ক জো রুট। ম্যানচেস্টার টেস্ট হারের পর রুট বলেন, 'আপনি যখন কোনো সিরিজ হারবেন, তখন আপনার খারাপ লাগবে।
আমারও খারাপ লাগছে। হারের ক্ষত এখনও শুকায়নি। তারপরেও আপনি চাইবেন দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে আরও উন্নতি করতে। আমাকে ইংল্যান্ড দলের নেতৃত্ব দেয়া হয়েছে যার কারণে আমি অনেক খুশি। আমি এই দলটির নেতৃত্ব সামনেও দিতে চাই। নেতৃত্ব এখনও আমার নাগালে আছে। আর আমি চাই দলকে আরও অনেক ম্যাচ জেতাতে।'