নির্বাচকদের এক হাত নিলেন ইংলিশ গ্রেটরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওল্ড ট্রাফোর্ড টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিক ইংল্যান্ডকে। যার ফলে অ্যাশেজ সিরিজ জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে জো রুটের দলের।
শেষ টেস্ট জিতে ২-২ ব্যবধানে সিরিজে সমতা আনার সুযোগ থাকলেও অ্যাশেজের শিরোপা থেকে যাচ্ছে টিম পেইনের দলের কাছে। আর ওল্ড ট্রাফোর্ড টেস্টে ইংলিশদের হারের জন্য নির্বাচকদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার নাসের হুসাইন, মাইকেল ভন এবং ইয়ান বোথাম।
প্রথম তিন টেস্টে দলের নিয়মিত সদস্য ছিলেন ক্রিস ওকস। কিন্তু চতুর্থ টেস্টে তাকে বসিয়ে ক্রেইগ ওভারটনকে সুযোগ দেন নির্বাচকরা। তিন টেস্টে ৯ উইকেট শিকার করা ওকসকে কেন ওল্ড ট্রাফোর্ডে খেলানো হলো না সেটা নিয়ে প্রশ্ন তুলে তুলেছেন সাবেক অধিনায়ক নাসের হুসাইন।

তিনি বলেন, 'আমি বলতে পারি ইংল্যান্ডে ওকসের পরিসংখ্যান কোনো মজা না। আমি খুবই আগ্রহী জানতে যে কেন তাকে ওল্ড ট্রাফোর্ড টেস্টে খেলানো হয়নি।
ব্রড-আর্চারের সঙ্গী হিসেবে ওভারটন ভালো করেছে, কিন্তু ওকসকে বাদ দেয়া অনেক বড় ভুল ছিল। নির্বাচকদের কাছে প্রশ্নের উত্তর জানতে চাইছি।'
২০০৫ সালে ইংল্যান্ডের অ্যাশেজ জয়ী অধিনায়ক মাইকেল ভন বলেন, 'ইংল্যান্ডকে তাদের প্রস্তুতির দিকে আরও মনোযোগ দিতে হবে, দল নির্বাচন থেকে শুরু করে সব কিছু ঠিক মতো হচ্ছে না।
আমি এখনও বুঝতে পারছি না কেন ওকসের মতো একজন ক্রিকেটারকে বসিয়ে দেয়া হলো। ইংল্যান্ডের অনেক সিদ্ধান্ত ঠিক হয়নি এই সিরিজে, সম্পূর্ণ কৃতিত্ব অস্ট্রেলিয়াকে দিতে হয়। তাঁরা দারুণ খেলেছে।'
ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ইয়ান বোথাম বলেছেন, 'আমি সত্যি অনেক অবাক হয়েছি। প্রথমে ভেবেছিলাম ওকস ইনজুরিতে আছে, পরে দেখি না। যে এই সিদ্ধান্তটা নিয়েছে, সে অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে।'