বাংলাদেশকে হারাতে মাত্র এক ঘণ্টা চান রশিদ খান
ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে ||
চট্টগ্রাম টেস্টে বৃষ্টির দাপট রবিবার থেকে। বৃষ্টির উৎপাতে চতুর্থ দিনের প্রায় চার ঘণ্টা খেলা হয়নি। ৫টা ৪০ পর্যন্ত খেলা হওয়ার কথা থাকলেও অনেক আগেই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ-আফগানিস্তানের ক্রিকেটারদের। রোববার যে শুরু হয়েছে, আর থামার বালাই নেই। একাধারে ঝরে যাচ্ছে বৃষ্টি। এতে বাংলাদেশ শিবিরে স্বস্তির হাওয়া বইলেও নিজের মাথার চুল ছেড়ার অবস্থা রশিদ-নবিদের। ম্যাচটা যে একেবারে হাতের মুঠোয় তাঁদের!
বাংলাদেশের চার উইকেট ঝুলিবন্দী করে জয় তুলে নিতে কতটা ছটফট করছে আফগানরা, সেটা বোঝা গেল অধিনায়ক রশিদ খানকে দেখে। বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে মাঠে নেমে পড়েন বিশ্বের অন্যতম সেরা এই লেগ স্পিনার। যেন ভাগ্যকে দুষছিলেন আর বলছিলেন, আর একটা ঘণ্টা হলেই তো হতো! ধারণা নয়, এমনই বলেছেন রশিদ। চট্টগ্রাম টেস্ট জিতে নিতে মাত্র এক ঘন্টা চান আফগান অধিনায়ক।

আফগানিস্তান দলের স্যোশাল মিডিয়া ম্যানেজার সৈয়দ হযরত সাদাতও এদিক সেদিক ঘুরছিলেন। ছটফট তার মধ্যেও। এই বৃষ্টি কতোটা হতাশার প্রশ্ন করতেই সাদাত বলে ওঠেন, ‘খুবই হতাশার। ম্যাচটা জেতার দ্বারপ্রান্তে আছি আমরা। একটা সেশন হলেই আমাদের চলতো।’
অধিনায়ক রশিদ খান কী বলছেন? সে কি আরো বেশি হতাশ? ক???রিকফ্রেঞ্জিকে সাদাত বললেন, ‘ও ভীষণ হতাশ। ও খুব আক্রমণাত্মক ক্রিকেটার। জয়ের খুব কাছে আসার পর বৃষ্টি হওয়ায় ও অস্থির হয়ে গেছে। রশিদ বলছিল ”আমাদের জন্য এক ঘণ্টা হলেই যথেষ্ট। তাহলেই ম্যাচ জিততে পারবো আমরা”। আসলেই ঘণ্টাখানেক দরকার, আমাদের দলের সবার এমনই ধারণা।’
খুব বেশি আশা করেননি রশিদ। পুরো ম্যাচের নাটাই হাতে রাখা আফগানদের দরকার আর মাত্র ৪ উইকেট। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আর সৌম্য সরকারকে ফিরিয়ে দিতে পারলেই জয় প্রায় নিশ্চিত হয়ে যায় তাদের। এ পথে প্রকৃতির এমন বিরুদ্ধ আচরণ হতাশ করতেই পারে আফগান অধিনায়ককে।