promotional_ad

মোসাদ্দেকের তিনে নামার কারণ জানালেন সাকিব

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে তিন নম্বরে ব্যাটিং করতে নামেন মোসাদ্দেক হোসেন সৈকত। মুমিনুল হকের পরিবর্তে মোসাদ্দেকের ব্যাটিংয়ে নামার কারণ সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।  


চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনই মোসাদ্দেককে তিন নম্বরে নামানোর পরিকল্পনা করে টিম ম্যানেজমেন্ট। মূলত স্পিন বোলিংয়ের বিপক্ষে মোসাদ্দেকের পারদর্শীতার কথা চিন্তা করেই তাঁকে নামানো হয়েছে তিন নম্বরে বলে জানান সাকিব। 


সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'সত্যি কথা বলতে আমরা প্রথম ইনিংসে যতটা ব্যাটিং করেছি সবথেকে কমফোর্টেবল ওকে (মোসাদ্দেক) লেগেছে স্পিন বোলিংয়ের বিপক্ষে। যেহেতু আমরা বেশি স্পিন বোলিং ফেস করছিলাম, আমাদের কাল রাত থেকেই পরিকল্পনা করা হয়েছিল যে ও ওপরের দিকে ব্যাটিং করবে।'



promotional_ad

প্রথম শ্রেণীর ক্রিকেটে একাধিক ডাবল সেঞ্চুরি রয়েছে মোসাদ্দেকের। বড় ইনিংস খেলতে পারার অভিজ্ঞতা থাকার কারণে তাঁর ওপরেই ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। একই সঙ্গে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের ব্যাপারটিও চিন্তা করা হয়েছে এক্ষেত্রে।


সাকিবের ভাষায়, 'বড় ইনিংস খেলার অভিজ্ঞতা ওর আছে। প্রথম শ্রেণীতে ওর পাঁচ কিংবা চারটি ডাবল সেঞ্চুরি করার অভিজ্ঞতা রয়েছে। তাই চারশ রান যদি তাড়া করতে হতো এমন কিছু খেলোয়াড়দের দরকার ছিল যাদের বড় ইনিংস খেলার অভ্যাস আছে কিংবা খেলে অভ্যস্ত। সেই কারণেই আসলে এই পরিকল্পনা করা হয়েছে। একই সময়ে যেহেতু বাঁহাতিদের বিপক্ষে অনেক বেশি ইফেক্টিভ হবে সেই কারণেই আমাদের বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন যাওয়ার একটি পরিকল্পনা ছিল এবং সেই কারণেই ওকে ব্যাটিংয়ে প্রোমোট করা হয়েছিল।'


প্রথম ইনিংসে আট নম্বরে খেলতে নেমে বিরুদ্ধ স্রোতে ৪৮ রানের অপরাজিত একটি ইনিংস খেলেন মোসাদ্দেক। তাঁর ব্যাটেই শেষ পর্যন্ত দুইশ রানের কোটা পার করতে পারে বাংলাদেশ। ২৩ বছর বয়সী এই অলরাউন্ডারকে তাই প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক সাকিব। 


তিনি বলেন, 'মোসাদ্দেক যতক্ষণ পর্যন্ত ব্যাটিং করেছে, সত্যি খুব ভালো ব্যাটিং করেছে। এক্সিকিউট করতে পারেনি এটি ওর ব্যর্থতা। এটি মেনেই নিতে হবে। সে আউট না হলে এবং ঐ সময় থাকলে হয়তো পরিস্থিতি অন্যরকম থাকতো। কারণ ও যতক্ষণ খেলেছে যেটি আমি বললাম যে প্রথম এবং দ্বিতীয় ইনিংসে কখনোই মনে হয়নি যে সে স্পিন বোলিংয়ের বিপক্ষে আউট হয়ে যাচ্ছে।' 



আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ১৩৬ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। জয়ের জন্য শেষ দিন ২৬২ রান করতে হবে সাকিবদের। ব্যাট হাতে ৩৯ রানে অপরাজিত আছেন অধিনায়ক সাকিব এবং তাঁর সঙ্গী সৌম্য সরকার এখনও রানের খাতা খোলেননি।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball