promotional_ad

চট্টগ্রামে রহস্য উদঘাটনে নেমেছেন রশিদ-নবিদের কোচ

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে ||


সাগর পাড়ে স্টেডিয়াম। স্বভাবতই এখানকার আকাশের রং বদলাতে সময় লাগে না। যে কারণে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির যত্রতত্র হানায় অবাক হওয়ার কিছু থাকে না। বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টে বেশ কয়েকবার চোখ রাঙিয়েছে সাগরিকার আকাশ। ধুম করে নেমে পড়েছে বৃষ্টি। আবার থেমে যেতেও সময় লাগেনি। মিনিট খানেক ঝরতেই চকচকে রোদ উঠে গেছে!


দলের হাতে চট্টগ্রাম টেস্টের নাটাই, তবু স্বস্তি পাচ্ছেন না আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ অ্যান্ডি মোলস। সাগরিকার আকাশ দেখে রীতিমতো বিস্মিত তিনি। হুটহাট বৃষ্টি নামার ব্যাপারটি রহস্যের মতো মনে হচ্ছে মোলসের কাছে। তাই এই রহস্য উদঘাটনে নেমে পড়েছেন আফগানদের ইংলিশ এই কোচ। আগামী দুই দিনের আবহাওয়ার রিপোর্ট বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।



promotional_ad

চট্টগ্রাম টেস্টের বাকি পরিকল্পনা সাজাতে আগামী দুই দিনের আবহাওয়ার পূর্ণাঙ্গ রিপোর্ট জানতে চান মোলস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র এমনই জানিয়েছে।  


প্রথম দুই দিনে শাসন করা আফগানরা ইতোমধ্যে ৩২২ রানের (দ্বিতীয় ইনিংসে ৬৯ ওভার পর্যন্ত) লিড নিয়ে নিয়েছে। জয় নিশ্চিত করতে চট্টগ্রাম টেস্টের বাকি দুই দিনের আবহাওয়ার অবস্থা জানার প্রয়োজন মনে করছেন মোলস।


বৃষ্টির সম্ভাবনা থাকলে একভাবে আর না থাকলে অন্যভাবে ব্যাট চালানোর পরিকল্পনা আঁটতে চান আফগান কোচ। যে কারণেই আবহাওয়ার পূর্বাভাস জানতে উঠেপড়ে লেগেছেন মোলস। এই পথে গুগলের ওপর আস্থা রাখতে পারছেন না তিনি। স্থানীয় আবহাওয়া অফিসের রিপোর্ট চান মোলস। যে কারণে বিসিবির দারস্থ হয়েছেন রশিদ-নবিদের কোচ।



ইন্টারনেটে পাওয়া আবহাওয়ার পূর্বাভাসে সন্তুষ্ট হতে না পেরে বিসিবির কাছে আগামী দুইদিনের পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন মোলস। কিন্তু এখানেও আছে বিপত্তি। কারণ স্থানীয় আবহাওয়া অফিস একদিনের রিপোর্ট দিতে পারবে। প্রতিপক্ষ কোচের আবদার মেটাতে বিসিবিকে তাই দ্বারস্থ হতে হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর।


পূর্বাভাস থেকে জানা গেছে, আগামী দুই দিন চট্টগ্রামে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যে কারণে আফগান ব্যাটসম্যানরাও দ্রুত রান তোলায় মন দিয়েছেন। আর ক্রমেই বেড়ে চলেছে বাংলাদেশের লক্ষ্য। ইতোমধ্যে যে লক্ষ্য দাঁড়িয়েছে, তাতেই হার চোখ রাঙাচ্ছে সাকিব আল হাসানের দলকে। এই চোখ রাঙানি অবশ্য কেবল বড় লক্ষ্যের কারণে নয়, প্রথম ইনিংসের দুর্বিসহ ব্যাটিংও আগে থেকেই বাংলাদেশ মানসিকভাবে পিছিয়ে রাখছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball