promotional_ad

ব্যাটসম্যানদের কৌশলগত ভুল ডুবিয়েছে বাংলাদেশকে

ছবিঃ রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন ব্যাট হাতে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন সৌম্য, মুশফিক, মাহমুদউল্লাহরা। একের পর এক ভুল শট খেলে আউট হতে হয়েছে তাদের। নবম উইকেটে মোসাদ্দেক এবং তাইজুল ৪৮ রানের জুটি না গড়লে অলআউটই হতো বাংলাদেশ।


৮ উইকেটে ১৯৪ রানে দিন শেষ করার পর সংবাদ সম্মেলনে ব্যাটসম্যানদের কৌশলগত ভুলগুলোকে ব্যাটিং বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। জহুর আহমেদ চৌধুরীর উইকেটে আফগান স্পিনারদের সামলানো কঠিন হলেও, অসম্ভব ছিল না বলেও দাবি করেন তিনি।  



promotional_ad

সাকিব বলেন, 'হয়তো আমরা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারিনি। তবে উইকেট খেলার উপযোগী নয় সেটি বলবো না। কারণ মোসাদ্দেক আর তাইজুল যেভাবে ব্যাটিং করলো এখানে প্ল্যান করাও সম্ভব এবং থাকাও সম্ভব ওরা প্রমাণ করেছে। হয়তো আমরা আরেকটু ভালো অ্যাপ্লিকেশন করলে রানটা আরেকটু বড় হতো।'


রশিদ খানদের চেয়ে ১৪৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে বাংলাদেশ। সাকিবের প্রত্যাশা শেষ দুই উইকেটে অন্তত ৭০-৮০ রান তুলতে পারবেন তাঁরা। আর এই বিশ্বাস তাঁর এসেছে মোসাদ্দেক ও তাইজুলের দায়িত্বশীল ব্যাটিং দেখেই। 


সাকিবের ভাষ্যমতে, 'আমি তো প্রত্যাশা করবো যেন এই দুই উইকেট অন্তত একটি সেশন ব্যাটিং করে। যদি সেটা করতে পারে তাহলে রানটি অনেক কমে আসবে। ৭০-৮০ পর্যন্তও যদি আমরা আনতে পারি সেটি আমাদের জন্য অনেক বড় সুবিধা হবে। যদিও অনেক কঠিন একটি চ্যালেঞ্জ হবে, তবে যেভাবে ব্যাটিং করেছে আমি বিশ্বাস রাখতেই পারি।'



ম্যাচটিতে জয় পেতে হলে দ্বিতীয় ইনিংসে ভালো বোলিংয়ের বিকল্প নেই বলেও মানছেন সাকিব। তিনি বলেন, 'আমাদের অবশ্যই খুব ভালো বোলিং করতে হবে। যেটা বিশ্ব ক্রিকেটে অনেকেই অনেক সময় করেছে যে এমনভাবে পিছিয়ে থাকার পরেও ভালোভাবে ফিরে এসেছে। এমন সুযোগ যদি আমাদের থাকে এবং আমাদের বোলাররা ম্যাজিকাল কিছু করে দেখাতে পারে এবং এরপরে আমাদের ব্যাটসম্যানরা যদি ভালো খেলে তাহলে অবশ্যই সম্ভব হবে জেতা।' 


বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধ্বস নামানোর মূলে ছিলেন দুই আফগান স্পিনার রশিদ খান এবং মোহাম্মদ নবি। ৪৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। আর ৫৩ রানে ২ উইকেট নেন অলরাউন্ডার মোহাম্মদ নবি। এছাড়াও একটি করে উইকেট পান ইয়ামিন আহমদজাই ও কাইস আহমেদ।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball