promotional_ad

চাওয়ামাফিক উইকেট পাননি সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সফরকারী আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বেশ নাজেহাল অবস্থা বাংলাদেশের। দ্বিতীয় দিন শেষে রশিদ খান, মোহাম্মদ নবিদের বোলিং ঘূর্ণিতে ৮ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করেছে সাকিব আল হাসানদের দল। ৪৭ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ। যেখানে ৫৩ রানে ২ উইকেট পেয়েছেন নবি।


দলের এই হতাশাজনক পারফরম্যান্সের পেছনে উইকেটকেই দুষেছেন অধিনায়ক সাকিব। প্রত্যাশামতো উইকেট পাননি বলেও অভিযোগ করেছেন তিনি সংবাদ সম্মেলনে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট থেকে যথেষ্ট টার্ন পাওয়ার আশা করলেও প্রথম দিন তেমনটি দেখা যায়নি।



promotional_ad

এর ফলে তিনশ ঊর্ধ্ব রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে সাকিব তাই বলেন, 'আমরা আসলে সবাই বেশ অবাক হয়েছি। কারণ আমরা এমন কিছুই আশা করিনি। আমরা যেটি আশা করেছিলাম তার পুরোই বিপরীত হয়েছে। তা??? মানে এই না যে আমরা ভালো কিছু করতে পারবো না। কারণ অনেক সময় যেসব পরিকল্পনা বা প্রত্যাশা থাকে সেগুলো তেমনভাবে নাও হতে পারে।'


প্রত্যাশামতো উইকেট না পেলেও অবশ্য নিরাশ হতে চান না সাকিব। বিপর্যয় কাটিয়ে ভালো অবস্থানে যাওয়াটাই এখন মূল লক্ষ্য দলের বলে জানালেন তিনি। সাকিবের ভাষায়, 'হতাশার অবশ্যই। তবে এখন আসলে এসব নিয়ে আলোচনা করে কিংবা চিন্তা করে লাভ হবে না। এখন এখান থেকে আমরা কিভাবে কামব্যাক করতে পারি সেটা বেশি গুরুত্বপূর্ণ।' 


আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ১৪৮ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। ১৪৬ রানে আট নম্বর উইকেটটি হারানো পর নবম উইকেটে অপরাজিত ৪৮ রানের জুটি গড়েন তাইজুল ইসলাম এবং মোসাদ্দেক হোসেন সৈকত। তাদের ব্যাটেই শেষ পর্যন্ত অলআউট না হয়ে দিন পার করে বাংলাদেশ। 



মোসাদ্দেক ৪৪ এবং তাইজুল ১৪ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। এর আগে নিজেদের প্রথম ইনিংসে টসে জিতে ব্যাটিং করতে নেমে রহমত শাহর সেঞ্চুরি এবং আসগর আফগানের ৯২ রানের ইনিংসে ভর করে ৩৪২ রান সংগ্রহ করে রশিদ খানের আফগানিস্তান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball