ব্যাটিংয়ের চিত্রনাট্য সাজিয়ে খেলেন স্মিথ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাটিংটা নিজের মতোই করেন স্টিভ স্মিথ। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের ব্যাটিং কৌশলটাও সবার থেকে আলাদা। নিজের ইনিংসের চিত্রনাট্য আগেই মাথায় সাজানো থাকে অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কের।
নিজের দুর্বলতা, শক্তির জায়গা সব কিছুই মুখস্ত স্মিথের। তাঁর বিপক্ষে প্রতিপক্ষের আক্রমণের জায়গাগুলো কল্পনা করে ব্যাটিং করেন ডানহাতি এই ব্যাটসম্যান। ব্যাটিংয়ের আগে ফিল্ডিং পজিশনের চিত্র আঁকা থাকে স্মিথের।

অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ডাবল সেঞ্চুরি করা স্মিথ ব্যাটিং পরিকল্পনা নিয়ে বলেছেন, 'আমি খেলার পূর্বে চিন্তা এবং কল্পনা করি, আমাকে কোথায় বোলিং করতে পছন্দ করবে মানুষ এবং আমি কোথায় রান নিতে পারব।
আমি চেষ্টা করি ফিল্ডিংদের পজিশনের একটি চিত্র মাথায় গেঁথে নিতে। খেলার সময় মাথায় সাজিয়ে নেই আমি কোথায় রান নিব এবং তারা কীভাবে আমাকে আউট করার চেষ্টা করবে।'
সবকিছু সাজানো থাকে বলেই বিশ্বসেরা ব্যাটসম্যানদের একজন স্মিথ। বর্তমানে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সবার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার।
এক বছরের নির্বাসন শেষে চলমান অ্যাশেজ দিয়ে দীর্ঘ পরিসরের ক্রিকেটে ফিরেছেন স্মিথ। প্রত্যাবর্তন টেস্টের দুই ইনিংসেই তুলে নিয়েছেন দুই সেঞ্চুরি।