promotional_ad

মাঠে ঢুকে পড়া দর্শকের ঘটনার দায় স্বীকার বিসিবির

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে ||


বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন। ১০৭তম ওভারের খেলা চলছিল। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আরেকটু পরই বল ছুড়বেন। এমন সময় পূর্ব গ্যালারি থেকে লাফিয়ে মাঠে ঢুকে পড়ল একজন। ঢুকেই ভো দৌড়, সোজা সাকিবের কাছে। স্যালুট দিয়েই হাঁটু গেড়ে বসে সাকিবকে গোলাপ নিবেদন করে বসেন ফয়সাল নামে ২২ বয়সী এই যুবক। কিন্তু প্রাচীর থাকার পরও কীভাবে ঘটলো এই ঘটনা? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তাকর্মীরা কোথায় ছিলেন তখন?


এমন দুটি প্রশ্নের উত্তর দিতে পারেননি বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত মেজর হোসেন ইমাম। নিরাপত্তাকর্মীদের দায়িত্বের ব্যাপারটি নিশ্চিত করতে না পারলেও এই ঘটনার দায় স্বীকার করে নিলেন তিনি।



promotional_ad

মাঠের বাইরের নিরপত্তার ব্যাপারটি আলাদা হলেও ভেতরের অংশটুকু বিসিবিই নিশ্চিত করে থাকে। কিন্তু বরাবরের মতো এবারও বিষয়টি নিশ্চিত করতে পারেনি তারা। মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিমের ভক্তের পর এবার তাই সাকিব ভক্তের কাণ্ড দেখা গেল।


মাঠের ভেতরের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার ব্যাপারটি স্বীকার করে নিয়ে বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান ক্রিকফ্রেঞ্জিকে বলেন, ‘হ্যাঁ, মাঠের ভেতরের নিরাপত্তা নিশ্চিত হয়নি। না হলে মাঠে ঢুকে পড়লো কীভাবে তাই না? আপাতত যেটা লিগ্যাল প্রসিডিউর আছে, সেটা করছি।’


প্রাথমিক অবস্থায় ফয়সাল নামের ওই যুবককে নিয়ে কী ব্যবস্থা নেয়া হচ্ছে জানতে চাইলে হোসেন ইমাম বলেন, ‘এটা নিয়ে আমরা বসেছি। পুলিশ অথোরিটির সঙ্গে কথা হচ্ছে। কিছুক্ষণ পর বিস্তারিত জানাতে পারবো। এ আসলে ক্রেজি দর্শক। একটা গোলাপ ফুল নিয়ে মাঠে ঢুকেছে সে। এই আর কি।’



এনায়েত বাজার এলাকায় বাস করা ফয়সালকে ইতোমধ্যে পাহাড়তলি থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে একটি প্রাথমিক ডায়েরি করা হয়েছে। বাকি সবকিছু তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball