promotional_ad

সাগরপাড়ে আফগান শাসন

ছবিঃ বিসিবি
promotional_ad

|| সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে ||


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের একটু দূরেই সাগরপাড়। ভালো করে কান পাতলে শোনা যায় সমুদ্রের ঢেউয়ের গর্জন। কিন্তু বৃহস্পতিবার ব্যতিক্রম পরিবেশ দেখা গেল। এদিন সাগরিকার স্টেডিয়ামটিতে সমুদ্রের ঢেউয়ের গর্জন পৌঁছায়নি। স্টেডিয়ামে বসে যে গর্জন শোনা গেল, তাতে তটস্থ থাকতে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে। হ্যাঁ, আফগান শাসনেই শেষ হয়েছে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন। সাত স্পিনার ও এক পেসার ব্যবহার করেও কোনো ফায়দা নিতে পারেনি বাংলাদেশ।


স্পিন, স্পিন বলে যে তুমুল আলোচনা হচ্ছিল, কিংবা স্পিন আক্রমণকে ঘিরে যে সম্ভাবনার ছক আঁকা হচ্ছিল, ব্যাট হাতে সেসব নিমেষেই জয় করে নিয়েছে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা আফগানিস্তান। উল্টো স্পিন জুজুকে চোখ রাঙিয়ে অবলীলায় ব্যাটিং করে গেছেন রহমত শাহ, আজগর আফগানরা। তাতে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে নবীন আফগানিস্তানের স্কোরকার্ডেই বসে গেছে ২৭১ রানের মতো হ্যান্ডসাম ফিগার। হাতে উইকেট এখনও ৫টি।


স্পিন, স্পিনার, টার্নিং উইকেট; বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট শুরুর আগে এই তিন শব্দতেই সীমাবদ্ধ ছিল সব আলোচনা। উইকেটের ভাব বুঝে দুই দল সেভাবেই একাদশ সাজিয়েছে। বোলার মানেই এখানে স্পিনার। আফগান শিবিরে থাকা ইয়ামিন আহমদজাই এই টেস্টে পেসারদের একমাত্র প্রতিনিধি। তবে এসব আর আলোচনায় নেই। সব ছাপিয়ে আফগান ব্যাটসম্যানদের ব্যাটিংই বাহবা পাওয়ার একমাত্র দাবিদার হয়ে উঠেছে।



promotional_ad

ক্রিকেট ঈশ্বর এদিন আফগানদের হতাশ করেননি। নবীন হলেও টেস্ট মেজাজে খেলা আফগানদের স্বপ্নের পালেই হাওয়া লেগেছে। শুরুটা অধিনায়ক রশিদ খানকে দিয়ে। টস করে সকালেই সবচেয়ে কম বয়সী টেস্ট অধিনায়কের রেকর্ডটা নিজের করে নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই লেগ স্পিনার। এরপর আফগানদের হয়ে ইতিহাস লিখেছেন রহমত শাহ। ১০২ রানের ইনিংস খেলে রহমত হয়ে গেছেন আফগানিস্তানের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান।


সাকিব, তাইজুল, মিরাজ, নাঈমদের মতো চারজন স্পিনার ঘিরে ধরলেও খেই হারাননি ডানহাতি এই ব্যাটসম্যান। আলোক বর্তিকা হাতে ছুটে গেছেন তিনি। তাতে আফগানিস্তানও পেয়েছে সঠিক পথের খোঁজ। নিজেদের এবং নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা রহমত শাহর পর ত্রাতার ভূমিকায় ছিলেন সাবেক অধিনায়ক আজগর আফগান। আফসার জাজাইকে সঙ্গে নিয়ে  দিনের বাকিটা সময় পার কর দিয়েছেন তিনি। আজগর ৮৮ রানে ও জাজাই ৩৫ রানে অপরাজিত আছেন।


অথচ দিনের শুরুটা যেমন ছিল, তাতে মনে হয়েছিল সাকিব আল হাসানের দলই শাসন করতে যাচ্ছে। ১৯ রানেই আফগান ওপেনার ইহসানউল্লাহকে ফিরিয়ে দেন এই ম্যাচ দিয়ে বাংলাদেশের দ্রুততম ১০০ টেস্ট উইকেট শিকারি হওয়া তাইজুল ইসলাম। আরেক ওপেনার ইব্রাহিম জাদরানকেও থিতু হতে দেননি বাঁহাতি এই স্পিনার। ২১ রান করা ইব্রাহিমকে সাজঘর দেখিয়ে দেন তাইজুল।


আফগান শিবির যখন দিক হারানোর অবস্থায়, তখনই ঘাতক হয়ে দেখা দেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাঁর শিকার ১৪ রান করা হাশমতউল্লাহ শহীদি। অনেকেই তখন আফগান ইনিংসের পরিণতিটা কল্পনা করতে পারছিলেন। কিন্তু সেসব কল্পনাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন রহমত শাহ ও আজগর আফগান। তৃতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়ে আফগানিস্তানকে ১৯৭ রানে পৌঁছে দেন এ দুজন।



এ সময় কেবল বোলারই বদলে গেছেন সাকিব। কিন্তু কোনো লাভ হয়নি। ধৈর্যর দৃঢ়তার পরিচয় দিয়ে এগিয়ে গেছেন রহমত-আজগররা। এর মাঝে আফগানিস্তানের টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি তুলে নেন রহমত।


এ দুজনের ব্যাটের সামনে বাংলাদেশের বোলাররা তখন ক্লান্ত পথিক, হতাশা জেঁকে ধরার অবস্থা। এমন সময় বীরদর্পে হাজির চট্টগ্রামেরই ছেলে নাঈম হাসান। একই ওভারে রহমত শাহ ও অভিজ্ঞ মোহাম্মদ নবীকে আউট করে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান ডানহাতি এই অফ স্পিনার। যদিও এ স্বস্তি বেশিক্ষণ থাকেনি।


রহমত শাহ ১৮৭ বলে ১০টি চার ও ২টি ছক্কায় ১০২ রান করে ফেরার পর শেষ বিকেলে ব্যাট হাতে শাসন করে গেছেন আজগর ও জাজাই, গড়েছেন ৭৪ রানের জুটি। অন্যান্য টেস্টের চেয়ে এদিন ৬ ওভার বেশি বোলিং করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। কিন্তু বোলিংই করে যেতে হয়েছে শুধু সাকিব, মিরাজ, তাইজুলদের, কোনো ফল আসেনি। উল্টো ছড়ি ঘোরানো আফগানিস্তান অপেক্ষায় আছে নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় ইনিংসটি খেলার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball