promotional_ad

ব্যাটিং অর্ডার বদলে মানসিক স্বস্তিতে রয়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলমান অ্যাশেজ সিরিজের প্রথম তিন টেস্টে ওপেনিংয়ে নিজেকে মেলে ধরতে পারেননি জেসন রয়। যে কারণে সিরিজের চতুর্থ টেস্টে টপ অর্ডার ছেড়ে মিডল অর্ডারে ব্যাটি করবেন এই ডানহাতি ব্যাটসম্যান।


প্রথম তিন টেস্টের পারফরম্যান্স মানসিকভাবে অশান্তিতে রেখেছিল রয়কে। তাই তো ব্যাটিং অর্ডার বদলে  মানসিক স্বস্তিতে আছেন বলে জানিয়েছেন তিনি। তাঁর ধারনা মিডল অর্ডারে ব্যাটিং তাকে সময় দিবে নিজেকে গুছিয়ে নেয়ার জন্য।


মূলত কোচ ট্রেভর বেলিসের চাওয়াতেই ব্যাটিং অর্ডার পরিবর্তন করেছেন রয়। তৃতীয় সিরিজের তৃতীয় টেস্টেই এই পরিবর্তন আনতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেটা করেননি।



promotional_ad

রয়কে ফর্মে ফেরাতে তাই জায়গা পরিবর্তন করছেন বেলিস। নিজের ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে রয় বলেন, 'ইতোমধ্যে অনেকেই ধরে নিয়েছে যে আমি টেস্ট ক্রিকেটার নয়। কিন্তু আমি এটা মনে করছি না।


আমার মনে হয় টেস্টে ভালো করবো আমি, টপ অর্ডার ছেড়ে মিডল অর্ডারে নেমে এসেছি এই টেস্টের জন্য। মানসিক ভাবে এটা আমাকে হালকা হলেও স্বস্তি দিচ্ছে। যা আমাকে সময় দিবে নিজেকে গুছিয়ে দিতে।' 


রয়ের ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে বেলিস বলেছিলেন, ‘আমার মনে হয় জেসন রয় মিডল অর্ডারে ভালো করবে। ওয়ানডে ফরম্যাটে তার ফর্মের কারণে আমরা তাকে টপ অর্ডারের জায়গা দিয়েছিলাম। 


কিন্তু অবশ্যই ওয়ানডে এবং টেস্টের ওপেনিংয়ের মধ্যে পার্থক্য রয়েছে। সাদা বলের ক্রিকেটে সে যেভাবে খেলে, লাল বলে সেভাবে খেললে চলবে না। আমাদের কাছে মনে হয় দলে সাতজন সেরা ব্যাটসম্যান আছে।'



বেলিস আরো বলেন, 'আমরা যা করতে পারি তার ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে পারি, যদিও আমি এখনো নিশ্চিত না। আমরা এই বিষয়ে বৈঠক করবো। কিন্তু তারা রান করছে না বলে এটা ভাবা উচিত না যে দলে তাদের জায়গা নেই।’


ওয়ানডে ফরম্যাটে দারুণ ফর্মে থাকা জেসন রয়ের টেস্ট অভিষেক হয়েছিলো আয়ারল্যান্ডের বিপক্ষে। অভিষেক টেস্টে হাফ সেঞ্চুরি পেলেও চলমান অ্যাশেজ সিরিজের প্রথম তিন টেস্টে নিজেকে মেলে ধরতে পারেননি ইংলিশ এই ওপেনার।


রঙিন পোশাকে আক্রমণাত্মক ব্যাটিং করলেও সাদা পোশাকে ভিন্ন মানসিকতায় খেলতে হচ্ছে রয়কে। যে কারণে হয়তো লঙ্গার ভার্সনে নিজের সহজাত ব্যাটিংটা করতে পারছেন না তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball