চট্টগ্রামেই বিদায় বলবেন নবি

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে ||
টেস্ট খেলার সুযোগই হলো বছর দুয়েক হয়। যদিও টেস্ট মর্যাদা পাওয়ার দুই বছরে সেভাবে ম্যাচ খেলা হয়নি আফগানিস্তানের। নিজেদের টেস্ট ইতিহাসের তৃতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছে আফগানরা। কিন্তু এরই মধ্যে আফগান শিবিরে বিদায়ের সুর বেজে উঠেছে। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেবেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি। আফগানিস্তান দলের খুব কাছের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
স্বভাবতই প্রশ্ন উঠেছে, মাত্র ৩ টেস্ট খেলেই নবি কেন অবসরে যাচ্ছেন। যদিও তাঁর অবসরের কারণ জানা যায়নি। তবে ধারণা করাই যায়, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বেশি মনোযোগ দিতেই ক্রিকেটের সবচেয়ে আদি ও মর্যাদার ফরম্যাটকে বিদায় বলে দিচ্ছেন আফগানিস্তান ক্রিকেটের প্রথম এই তারকা।

সংক্ষিপ্ত ফরম্যাটে আফগানিস্তান দলের অন্যতম সেরা ভরসা নবি। ব্যাটে-বলে দলকে পথ দেখাতে সব সময়ই সিদ্ধহস্ত ডানহাতি এই অলরাউন্ডার। টেস্টেও আফগান দলে তাঁর বিকল্প নেই। নবিও সাদা পোশাকের ক্রিকেটকে বেশ ভালোবাসেন। কিন্তু বয়স যেন বিদায়ের কথা মনে করিয়ে দিচ্ছে তাঁকে। ৩৪ তো একেবারে কম নয়! এ ছাড়া অন্য দুই ফরম্যাটে আরো কয়েক বছর খেলার ইচ্ছাও তাকে এমন সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে।
২০০৯ সাল থেকে আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসা নবি ১০ বছর বয়সে ব্যাট-বল হাতে তুলে নেন। পেশোয়ারে তাঁর ক্রিকেট স্বপ্নের যাত্রা শুরু। টেনিস বলে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন চালিয়ে যাওয়া নবি আরশাদ খান ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করার সুযোগ করে নেন। ২০০৩ সালে পাকিস্তানের একটি টুর্নামেন্টে রহিম ইয়ার খান ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে অভিষেক হয় নবির। এরপর ভারতে এমসিসির বিপক্ষে সেঞ্চুরি করে নজর কাড়েন আফগানিস্তানের অভিজ্ঞ এই ক্রিকেটার।
এরপর শুধু এগিয়ে যাওয়ার গল্প। বিশ্বকাপ বাছাই খেলতে আফগানিস্তানের হয়ে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় যান নবি। আন্তর্জতিক ওয়ানডে অভিষেক ম্যাচেই ব্যাট হাতে আলো ছড়ান আফগান এই অলরাউন্ডার। সেই ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬৮ রানের ইনিংস খেলেন রশিদ-মুজিবদের এই অগ্রজ। এ ছাড়া আফগানিস্তানের হয়ে অভিষেক প্রথম শ্রেণির ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১০২ রানের দারুণ ইনিংস উপহার দেন তিনি।
আফগানিস্তানের হয়ে ২টি টেস্ট, ১২১ ওয়ানডে ও ৬৮টি টি-টোয়েন্টি খেলা নবি তাঁর দলের প্রায় প্রতিটা আনন্দ উদযাপনের নেপথ্য নায়ক। ২০১০, ২০১২ ও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৫ বিশ্বকাপে জায়গা করে নেয়ার পথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০১৩ সালে শুরু করে বেশ কয়েক বছর আফগানিস্তানের অধিনায়কত্বের দায়িত্ব পালন করা নবি ২০১৫ বিশ্বকাপেও দলকে নেতৃত্বে দিয়েছেন।