promotional_ad

চট্টগ্রাম টেস্টে রশিদ খানের বিশ্ব রেকর্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রশিদ খানের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে আজ মুখোমুখি হয়েছে আফগানিস্তান ক্রিকেট দল। আর এই ম্যাচে মাঠে নেমেই বিশ্ব রেকর্ড গড়েছেন দলটির তারকা লেগ স্পিনার রশিদ খান।


সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে টেস্টে নেতৃত্ব দেয়ার নজীর গড়েছেন তিনি। রশিদ খানের বর্তমান বয়স ২০ বছর ৩৫০ দিন। ফলে তিনিই এখন সবচেয়ে কম বয়সী টেস্ট অধিনায়ক।



promotional_ad

টেস্টে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব করার রেকর্ডটি জিম্বাবুয়ের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান তাতেন্দা তাইবুর দখলে। ২০০৪ সালে হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেন তাইবু।


সে সময় তাঁর বয়স ছিল ২০ বছর ৩৫৮ দিন। অবশ্য ওয়ানডে ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ডবুকে আগেই জায়গা করে নিয়েছেন রশিদ খান। 


২০১৮ সালে ১৯ বছর ১৬৫ দিন বয়সে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ালিফার ম্যাচে দলকে নেতৃত্ব দেন তিনি। তৎকালীন অধিনায়ক আসগর স্টানিকজাই অসুস্থ থাকার কারণে দলের নেতৃত্বভার কাঁধে নেন রশিদ।    
 
রশিদ খানের আগে সবচেয়ে কম বয়সে ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেয়ার রেকর্ডটি ছিল বাংলাদেশের রাজিন সালেহর। ২০০৪ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ বছর ২৯৭ দিন বয়সে অধিনায়কত্ব করেন তিনি। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball