স্কটল্যান্ডকে হারিয়ে টানা তৃতীয় জয় সা??মাদের

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে স্কটল্যান্ডকে ১৩ রানের ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এর আগে যুক্তরাষ্ট্রকে ৮ উইকেট এবং পাপুয়া নিউগিনিকে ৬ রানে হারিয়েছিল সালমা খাতুনের দল।
স্কটল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। তাঁরা দলীয় ১৬ রানেই হারায় ওপেনার সানজিদা ইসলামের উইকেট (৪)। এরপর দ্রুতই ফিরে যান আরেক ওপেনার মুর্শিদা খাতুন (২৬)।
ঋতু মনিও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তিনি আউট হয়েছেন ৪ রান করে। উইকেটরক্ষক নিগার সুলতানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন ফারজানা হক। ব্যক্তিগত ২৩ রানে ফারজানা ফিরলে এই জুটি ভাঙে।

ফাহিমা খাতুনও দারুণ সঙ্গ দিচ্ছিলেন নিগারকে। তবে ১৭ ওভারের সময় বৃষ্টি নামলে সেখানেই থামতে হয় বাংলাদেশের মেয়েদের। তখন বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ১০৪ রান।
এরপর বাংলাদেশের মেয়েরা আর ব্যাটিং করতে নামেনি। বৃষ্টি আইনে স্কটল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৬৩। বাংলাদেশ নারী দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কটিশদের ইনিংস থামে ৬ উইকেট হারিয়ে ৪৯ রানে।
স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২১ রান এসেছে অধিনায়ক ক্যাথরিন ব্রেসের ব্যাট থেকে। আর কেউই দুই অঙ্কে পৌঁছুতে পারেননি। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন নাহিদা, ঋতু এবং খাদিজা তুল কুবরা।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ১০৪/৪ (১৭ ওভার) (মুর্শিদা ২৬, নিগার ৩৫*, ফারজানা ২৩; ব্রেস ২/১৩)
স্কটল্যান্ডঃ ৪৯/৬ (৮ ওভার) (ব্রেস ২১; খাদিজা ১/৭, নাহিদা ১/১০)