পেইনের প্রকাশ্যে ভুল স্বীকার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রকাশ্যে ভুল স্বীকার করলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন। হেডিংলি টেস্টের রোমাঞ্চকর পরিণতি তাঁর ভুল বিচারের কারণেই হয়েছে। ম্যানচেস্টার টেস্টের আগে সব কিছু ভুলে এগিয়ে যেতে চান পেইন।
বেন স্টোকসের একার লড়াইয়ে হেডিংলি টেস্ট এক উইকেটে জিতেছে ইংল্যান্ড। জ্যাক লিচকে নিয়ে শেষ উইকেট জুটিতে ৭৬ সংগ্রহ করেন স্টোকস। যেখানে ৭৪ রানই আসে নায়ক স্টোকসের ব্যাট থেকে। এই জুটিতে মাত্র ১ রান করেন লিচ, যেখানে তাঁর মোকাবেলা করতে হয়েছে মাত্র ১৭টি বল।

ইংলিশ অলরাউন্ডার স্টোকসকে ব্যাটিং প্রান্তে থাকার সুযোগ করে দিয়েছে পেইনের রক্ষণাত্মক ফিল্ডিং পরিকল্পনা। যে কারণে ওভারের শেষের দিকে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করে পরবর্তী ওভারে আবারো ব্যাটিং প্রান্তে নিজেকে রাখার সুযোগ পান স্টোকস। যাতে লিচের বিপক্ষে বোলিং করার সুযোগই পায়নি অজি বোলাররা।
নিজের ভুল স্বীকার করে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পেইন বলেন, 'আমি ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে ভিন্ন কিছু করব। পেছনে তাকালে এটা সুস্পষ্ট দেখি, ফিল্ডিং ওপরে নিয়ে আসা উচিত ছিল। বেনকে (স্টোকস) আরও কয়েকটি বাউন্ডারি মারার সুযোগ করে দেয়া জরুরি ছিল যাতে আমরা টেইল এন্ডারদের আরও বেশি বোলিং করতে পারি। কিন্তু আমি সেটা করিনি। এই ভুলটি আমার দ্বারা হয়েছ, আমরা সামনে এগিয়ে যাচ্ছি। ভুল থেকে শিখছি কিন্তু এই জিনিসটি আমি ভিন্নভাবে করেছি।'
'আমরা ভুল করি, এটা হয়ে যায়। আমরা এটাকে দল হিসেবে বিবেচনা করি, সততার সঙ্গে ভুল নিয়ে আলোচনা করি। আমি অবশ্যই সেই মানুষদের মধ্যে একজন যারা ভুল করেছে। ক্রিকেটে এটা ঘটে। আমরা এগিয়ে চলছি এবং মহান টেস্ট ম্যাচের জন্য আমরা প্রস্তুত।' যোগ করেছেন তিনি।
৪ সেপ্টেম্বর অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের জন্য আবারো মাঠে নামতে যাচ্ছে অস্ট্রেলিয়া। একই ভুল আসন্ন এই ম্যাচে করতে চান না অজি অধিনায়ক। আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়ে প্রতিপক্ষ ইংল্যান্ডকে কুপোকাত করতে চান পেইন।