বাংলাদেশে অবসর নেবেন মাসাকাদজা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। বাংলাদেশ এবং আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়েই ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন এই ব্যাটসম্যান।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মাসাকাদজাকে তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু এর পাঁচ মাস পরই দলটির সদস্য পদ বাতিল করে আইসিসি।

যে কারনে আইসিসির কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না দলটি। তাই ক্যারিয়ার নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পরতে হয় মাসাকাদজা সহ জিম্বাবুয়ে দলের সকল ক্রিকেটারকেই।
২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয়েছিল মাসাকাদজার। এছাড়া দেশটির প্রথম শ্রেণীর ক্রিকেটে ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে শতক হাঁকিয়েছিলেন তিনি।
এছাড়া দেশটির সর্বোকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি রয়েছে এই ডানহাতি ব্যাটসম্যানের। দেশের হয়ে মোট ৩৮টি টেস্ট খেলেছেন জিম্বাবুয়ের এই অধিনায়ক।
সেই সঙ্গে ২০৯টি ওয়ানডে ম্যাচে ২৬৫৮ রান করেছেন দেশের হয়ে। পাশাপাশি ৬২টি টি-টোয়েন্টি ম্যাচে ১৫২৯ রান এসেছে তার ব্যাট থেকে। আইসিসির নিষেধাজ্ঞার পর জিম্বাবুয়ের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অবসরের ঘোষণা দিলেন মাসাকাদজা।
এর আগে সলমন মিরে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। চলতি মাসের ১৩ তারিখ থেকে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। যার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ই সেপ্টেম্বর। সব মিলিয়ে নিজের বিদায়ী সিরিজকে স্মরণীয় করে রাখতে চাইবেন মাসাকাদজা।