promotional_ad

ভীত নয় আফগানিস্তান

রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


একমাত্র টেস্টে মাঠে নামার আগে বাংলাদেশ দলকে সমীহ করলেও তাদেরকে একেবারেই ভয় পাচ্ছে না আফগানিস্তান ক্রিকেট দল। বরং মাঠের লড়াইয়ে ভালো করার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তারা। 


আফগানদের অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি মোলসের বিশ্বাস স্পিন আক্রমণে বাংলাদেশ এগিয়ে থাকলেও কোনও অংশে পিছিয়ে নেই রশিদ খানরাও। একই সঙ্গে দলের সদস্যদের প্রতিও পূর্ণ আস্থা রয়েছে তাঁর। তবে ঘরের মাটিতে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ, এই বিষয়টিও মাথায় রাখছেন ৫৮ বছর বয়সী মোলস।


promotional_ad

সংবাদ সম্মেলনে আফগানদের এই কোচ বলেন, 'আমি বাংলাদেশের স্পিন আক্রমণ নিয়ে অবগত এবং আমি এটি নিয়ে মোটেই অবাক নই। ঘরের মাটিতেও তারা সুবিধা পাবে। তারা যদি শক্ত স্পিন আক্রমণ নিয়ে খেলতে না নামে তাহলে সেটি অবাক করা ব্যাপার হবে। তবে আমাদের স্পিন আক্রমণও বেশ ভালো।'  


বাংলাদেশের বিপক্ষে জয়ের দেখা পাওয়াটা অনেক বড় কিছু হবে আফগানিস্তানের জন্য বলেও মনে করেন মোলস। সাকিববাহিনীকে একেবারেই খাট করে দেখছেন না তিনি। তবে ভালো খেলতে পারলে ঠিকই জয় ছিনিয়ে আনা সম্ভব হবে আফগানদের পক্ষে, বিশ্বাস এই ইংলিশম্যানের।


মোলসের ভাষ্যমতে, 'আমরা যদি জিততে পারি তাহলে সেটি আমাদের জন্য অনেক বড় কিছু হবে। আমি বাংলাদেশ ক্রিকেট দলকে মোটেই ছোট করে দেখছি না। তারা দারুণ ক্রিকেট খেলছে। তবে আমরা যদি ভালো খেলতে পারি, তাহলে ভালো কিছু হবে। যদিও আমি বলছি না যে আমরা ভালো খেলবোই। তবে আমি এর আগেও যেটি বলেছি যে আমরা মোটেই বাংলাদেশকে ভয় পাচ্ছি না, তবে তাদেরকে সমীহ করছি।'


মোলস আরো যোগ করেন, 'আমরা জানি আমাদের কিভাবে খেলতে হবে। একজন কোচ হিসেবে আমি চাইবো যে মাঠের খেলায় যেন ছেলেদের পরিশ্রমটি ফুটে ওঠে। আশা করি আমরা সাজঘরে এবং টিম মিটিংয়ে যা আলোচনা করেছি সেই অনুযায়ী ছেলেরা খেলতে পারবে মাঠে। আমরা জানি আমাদের কি করতে হবে এবং আমরা কি করতে পারি।' 


এখন পর্যন্ত মাত্র ২টি টেস্ট খেলেছে আফগানিস্তান ক্রিকেট দল। যার মধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে একটি ম্যাচে। অপরদিকে ভারতের বিপক্ষে হেরেছে আরেকটি টেস্টে। এবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় জয়ের লক্ষ্যে লড়বে তারা। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুর??? স্টেডিয়ামে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball