promotional_ad

এক ইনিংসে ১২ জনকে খেলালো ওয়েস্ট ইন্ডিজ

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি অ্যাশেজ সিরিজ থেকেই বদলি ক্রিকেটারের নতুন নিয়ম চালু হয়েছে টেস্ট ক্রিকেটে। লর্ডস টেস্টে ইংলিশ পেসার জফরা আর্চারের বাউন্সারে মাথায় আঘাত পেয়েছিলেন স্টিভেন স্মিথ। তাঁর বদলি হিসেবে মাঠে নেমে ইতিহাসের প্রথম কনকাশন সাবস্টিটিউট হয়েছিলেন মার্নাস লেবুশানে।


অবশ্য এক ইনিংসে স্মিথ এবং অন্য ইনিংসে লেবুশানে ব্যাটিং করেছিলেন লর্ডস টেস্টে। এবার ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টে এক ইনিংসে ১২ জন ব্যাটসম্যানকে ব্যাট করতে দেখেছে ক্রিকেট বিশ্ব। ক্যারিবীয় তারকা ড্যারেন ব্রাভোর কনকাশন সাব হিসেবে মাঠে নেমেছিলেন জারমেইন ব্ল্যাকউড।



promotional_ad

ফলে এক ইনিংসে প্রথমবারের মতো ১২জন ব্যাটসম্যানকে ব্যাট করতে দেখলো ক্রিকেট বিশ্ব। ড্যারেন ব্রাভো মাথায় ব্যথা পেয়েছিলেন জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনই। ভারতের পেসার জসপ্রিত বুমরাহর বাউন্সারে হেলমেটে আঘাত পেয়েছিলেন ব্রাভো। ফিজিও সবকিছু পর্যবেক্ষণ করে তাঁকে খেলা চালিয়ে যেতে বলেছিলেন।


তাই তৃতীয় দিনের শেষ দুই বল খেলেই মাঠে ছেড়েছিলেন তিনি। চতুর্থ দিনের শুরুতেও স্বাভাবিক ভাবেই খেলা শুরু করেছিলেন ব্রাভো। দিনের চতুর্থ ওভারে বুমরাহর ফুল লেন্থের একটি বল দারুণ ড্রাইভে সীমানা ছাড়া করেন তিনি। এরপর মাঠ ছাড়েন অস্বস্তি নিয়ে।


প্রথমে ব্যাপারটি স্বাভাবিক ভাবে নিলেও পরে ওয়েস্ট ইন্ডিজ জানায় মাথার আঘাতে এ টেস্টে আর খেলা হচ্ছে না ব্রাভোর। ম্যাচ রেফারির অনুমতি নিয়ে তাঁর কনকাশন সাব হিসেবে খেলতে নামানো হয় জারমেইন ব্ল্যাকউডকে। ৫৫ রানে ব্রাভো মাঠ ছেড়ে চলে যাওয়ার পর রস্টন চেজ ও ব্রুকস ৪২ রানের জুটি গড়েছিলেন।



এরপর ১ রানের ব্যবধানে ২ উইকেট হারানোর পর মাঠে নামেন ব্ল্যাকউড। ওয়েস্ট ইন্ডিজের রান তখন ৪ উইকেট হারিয়ে ৯৮। এরপর একবার জীবনও পান তিনি। তবে লেবুশানের মতো ম্যাচ বাঁচাতে পারেননি তিনি। ৭২ বলে ৩৮ রানের ইনিংস খেলে আউট হয়েছেন তিনি।


তাঁর ইনিংসটি সাজানো ছিল ১টি ছয় এবং ৪টি চারে। দলের অন্য ব্যাটসম্যানরাও ব্যর্থ হলে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হারে ২৫৭ রানে। এর ফলে ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হারের লজ্জা পায় ক্যারিবীয়রা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball