বাংলাদেশকে হারানো অসম্ভব নয়ঃ রশিদ

ছবি: ছবিঃ এসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আফগানিস্তান। দলটির অধিনায়ক হিসেবে আছেন তারকা স্পিনার রশিদ খান। ৫ সেপ্টেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে আফগানরা। এই ম্যাচে বাংলাদেশকে অবশ্যই হারানো সম্ভব মনে করেন রশিদ।
দৈনিক প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় আফগান অধিনায়ক জানিয়েছেন, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই ধৈর্য ধরে রেখে ঠান্ডা মাথায় খেলতে পারলে বাংলাদেশকে হারানো অসম্ভব নয়।

'আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা শান্ত থাকতে পারি, ধৈর্য ধরে রাখতে পারি- তিন বিভাগেই। যদি ইতিবাচক ক্রিকেটের সঙ্গে আমরা মাথা ঠান্ডা রেখে খেলতে পারি, তাহলে বাংলাদেশের বিপক্ষে অবশ্যই জেতা সম্ভব।'
গত বছরই (২০১৮) ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সাদা পোষাকের ক্রিকেটে অভিষেক হয়েছে আফগানিস্তানের। প্রথম ম্যাচে ইনিংস এবং ২৬২ রানের ব্যবধানে হেরেছিল আফগানরা।
অবশ্য নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পায় রশিদ খান-মোহাম্মদ নবিরা। তাঁরা আয়ারল্যান্ডকে ৭ উইকেটের ব্যবধানে হারায়। বাংলাদেশের বিপক্ষে নিজেদের তৃতীয় টেস্টে মাঠে নামবে রশিদের দল।
এই ম্যাচে স্নায়ুচাপ ধরে রাখলে এবং নিজেদের সংযত রাখতে পারলে বাংলাদেশকে হারানো সম্ভব মনে করেন আফগানিস্তান অধিনায়ক। কঠিন সময়ে লড়াই করতে পারলে এবং নিজেদের ওপর বিশ্বাস ধরে রাখতে পারলে জয়ের বিকল্প দেখছেন না রশিদ।
'আমরা যদি আমাদের স্নায়ু ধরে রাখতে পারি, নিজেদের সংযত রাখতে পারি, তাহলে জয় অসম্ভব না। কঠিন সময়ে মাঠে লড়াই করা এবং নিজেদের ওপর বিশ্বাস রাখা, এসবই জয়ের কাছে পৌঁছে দেয়। দক্ষতার দিক থেকে ঠিক আছি আমরা।'