promotional_ad

এই সমস্যার দ্রুত সমাধান নেইঃ হোল্ডার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ভারতের কাছে টানা দুই টেস্টে নাস্তানাবুদ হতে হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। প্রথম টেস্টে ৩১৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও ২৫৭ রানের বড় হার মেনে নিতে হয়েছে ক্যারিবিয়ানদের। 


দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় স্বভাবতই বেশ হতাশ ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। দলের বোলাররা ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিলেও ব্যর্থতার বেড়াজালে আবদ্ধ থাকতে হয়েছে ব্যাটসম্যানদের। 


অধিনায়ক হোল্ডার নিজেই জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে শিকার করেন ৭৭ রান খরচায় ৫টি উইকেট। আর অলরাউন্ডার রাহকিম কর্নওয়াল নেন ৩টি উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে ২৮ রানে ৩ উইকেট নেন কেমার রোচ। কিন্তু বোলাররা সাফল্য পেলেও ব্যাটসম্যানরা তেমন জ্বলে উঠতে পারেননি ম্যাচটিতে। 



promotional_ad

দুই ইনিংস মিলিয়ে শুধু একটি হাফ সেঞ্চুরি এসেছে ক্যারিবিয়ানদের ইনিংসে। সেটিও আবার এসেছে মাত্র ২ টেস্ট খেলা ডানহাতি ব্যাটসম্যান শামার ব্রুকসের ব্যাট থেকে। সবমিলিয়ে ব্যাটিংয়ের দৈন্যদশাই ভুগিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে সবথেকে বেশি। 


হোল্ডারের মতে এই পরিস্থিতি থেকে বের হওয়া দ্রুত সম্ভব নয় তাদের পক্ষে। খেলোয়াড়দের মানসিকতা এবং উন্নতির ধারা অব্যাহত রাখতে হলে ফ্র্যাঞ্চাইজি এবং ঘরোয়া ক্রিকেটের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে বলে মনে করেন তিনি।


জ্যামাইকা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে হোল্ডার বলেন, 'আমি মনে করি এর দ্রুত কোনো সমাধান নেই। আমি মনে করি ক্যারিবিয়ানদের জন্য পরিস্থিতি এমনটাই, আমরা আসলে সুযোগ নষ্ট করছি না। বিশেষ করে যারা ব্যাটসম্যান তারা। আমাদের ফ্র্যাঞ্চাইজি এবং ঘরোয়া ক্রিকেটের প্রতি গুরুত্ব দিতে হবে। এখান থেকেই আমরা ক্রিকেটার তৈরি করি আপনারা জানেন। তাদের অভিজ্ঞতা রয়েছে এবং তারা যখন টেস্ট ক্রিকেট খেলতে আসবে তখন তাদের জন্য কাজটি সহজ হবে।'   


ক্যারিবিয়ান দলপতি আরো বলেন, 'আসলে আমাদের  নিশ্চিত করতে হবে যে খেলোয়াড়দের উন্নতি হচ্ছে, একই সঙ্গে নিশ্চিত করতে হবে যে এই পর্যায়ে এসে খেলোয়াড়রা সঠিক কাজটিই করছে সাফল্য পাওয়ার জন্য।' 



দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজেও ভারতের কাছে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে হারে স্বাগতিকরা। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball