ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
কিংস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানের ব্যবধানে হারিয়ে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ভারত। এই সিরিজ জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুই ম্যাচে দুই জয়ে ১২০ পয়েন্ট নিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে ভারত।
বিরাট কোহলিদের দেয়া ৪৬৮ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে ৪৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল ক্যারিবীয়রা। দিনের শুরু থেকেই ভুগতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ব্যক্তিগত ৫৫ রানে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন ড্যারেন ব্রাভো।

এরপর রস্টন চেজকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেন ভারতের স্পিনার রবীন্দ্র জাদেজা। শিমরন হেটমায়ার ১ রান করে ইশান্ত শর্মার শিকার হন। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাকি সময়টুকু পার করে দেন স্যামার্থ ব্রুকস ও জার্মেইন ব্ল্যাকউড। সেইসময় ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ১৪৫ রান।
ব্রাভোর বদলি হিসেবে নামা ব্ল্যাকউডকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। তাঁর ব্যাট থেকে আসে ৩৮ রান। দলীয় ১৭৭ রানে ব্রুকস ৫০ রান করে রান আউটের শিকার হন। একই ওভারে রানের খাতা খোলার আগেই জাহমার হ্যামিল্টন আউট হন লোকেশ রাহুলকে ক্যাচ দিয়ে জাদেজার বলে। অভিষিক্ত রাখীম কর্নওয়াল ১ রান করে ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ।
শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার এবং কেমার রোচ। তাদের জুটিতে আসে ২৬ রান। দলীয় ২০৬ রানে রোচ ৫ রান করে মোহাম্মদ শামির বলে আউট হন। এরপর হোল্ডার ৩৯ রান করে জাদেজার বলে আউট হলে ২১০ রানেই শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
ভারতের হয়ে জাদেজা ও শামি ৩টি, ইশান্ত শর্মা দু’টি ও বুমরাহ একটি উইকেট নেন। এর আগে প্রথম ইনিংসে ৪১৬ রান করে অলআউট হয় ভারত। জবাবে খেলতে নেমে বুমরাহর বোলিং তোপে ক্যারিবীয়রা গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান করে ইনিংস ঘোষণা করে ভারত।