promotional_ad

লিখনের শিক্ষক রশিদ খান

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্ব ক্রিকেটে রশিদ খানের নাম শোনেননি এমন ক্রিকেটভক্ত প্রায় নেই বললেই চলে। তাঁর ক্ষুরধার বোলিংয়ের সামনে কুপোকাত হয়েছেন অনেক বাঘা বাঘা ব্যাটসম্যান। টি-টোয়েন্টি বোলার র‍্যাংঙ্কিংয়েও এক নম্বরে অবস্থান ২০ বছর বয়সী এই বোলারের। 


আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনারের কাছ থেকে টিপস নেয়ার জন্য মুখিয়ে থাকেন অনেক উঠতি স্পিনারই। এবার সেই তালিকাতে নাম লেখালেন বাংলাদেশের সম্ভাবনাময় লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। 



promotional_ad

টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান। চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামার আগে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। এই ম্যাচের প্রথম দিন শেষে লিখনকে বোলিংয়ের বিভিন্ন টিপস দিয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খান। 


একটি ভিডিওতে দেখা যায়, বেশ আন্তরিকতার সঙ্গে লিখনকে বোলিংয়ের কৌশল বুঝিয়ে দিচ্ছেন রশিদ। এ সময় মন্ত্রমুগ্ধ হয়ে রশিদের কথা শুনছিলেন লিখন। 


চান্দিকা হাথুরুসিংহের সময় থেকেই আলোচনায় ২৩ বছর বয়সী জুবায়ের হোসেন লিখন। একজন আদর্শ লেগ স্পিনার হিসেবে গড়ে ওঠার সকল গুণই তাঁর মাঝে দেখতে পেরেছিলেন বাংলাদেশ দলের সাবেক এই কোচ। এই হাথুরুসিংহের ইচ্ছাতেই ২০১৪ সালে ওয়ানডেতে অভিষেক হয় লিখনের।



বছর খানেক পর টেস্টেও লিখনের অভিষেক হয়। কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি তিনি। লেগ স্পিন বাদ দিয়ে গুগলি করতেই বেশি ব্যস্ত দেখা গেছে তাঁকে। তবে লাইন-লেন্থ নিয়ে খুব বেশি মাথা ঘামাতে দেখা যায়নি লিখনকে। শুধু তাই নয়, নিজের ফিটনেসের প্রতিও খুব একটা গুরুত্ব দেননি লিখন। যে কারণে মাত্র ৫ টেস্ট এবং ৩ ওয়ানডে খেলেই জাতীয় দল থেকে ব্রাত্য হতে হয়েছে তাঁকে।  


কালের পরিক্রমায় অকালে হারিয়ে যেতে বসা এই লিখন আবারো জাতীয় দলে ফিরতে মরিয়া। সে কারণেই আফগান তারকা রশিদ খানের সংস্পর্শে ভাগ্য বদলানোর মিশনে নেমেছেন তিনি। তবে রশিদের টিপস কতটা কাজে লাগাতে পারেন লিখন, সেটাও দেখার বিষয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball