লম্বা রানআপের রহস্য জানালেন জহির

ছবি: ছবিঃ পিটিআই

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে খুলনা টাইটান্সের হয়ে খেলেছিলেন আফগান চায়নাম্যান বোলার জহির খান। স্পিনার হলেও লম্বা রানআপের বোলিং অ্যাকশনের কারণে সবার নজর কেড়েছিলেন তিনি।
এবার সাকিব আল হাসানদের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছেন তিনি। জহির জানিয়েছেন, স্পিনার হলেও লম্বা রানআপ তাঁকে স্বস্তিতে বোলিং করতে সাহায্য করে। সেই সঙ্গে বলের গতিও কিছুটা বাড়ায় এই রানআপ।

চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচের পর এ প্রসঙ্গে জহির বলেছেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি একই রানআপে বোলিং করি এবং এটা আমাকে স্বস্তি দেয়। আমি একজন চায়নাম্যান বোলার এবং আমি আমার গতি নিয়ন্ত্রণ করি। এটা একজন স্পিনারের জন্য বেশ ভালো গতি।’
বাংলাদেশের বিপক্ষে ৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া একমাত্র টেস্টের আগে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে আফগানিস্তান। বিসিবি একাদশের বিপক্ষে এই ম্যাচে ১১.৩ ওভার বোলিং করে ২৪ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তিনি।
তাঁর দুর্দান্ত বোলিংয়ের সুবাদে বিসিবি একাদশের ইনিংস গুটিয়ে গেছে ১২৩ রানে। জহির জানিয়েছেন, এই ম্যাচে বৈচিত্র দিয়ে বোলিং করতে পেরে দারুণ সন্তুষ্ট তিনি। বাংলাদেশের বিপক্ষে টেস্টের আগে এমন পারফর্মেন্স দারুণ আত্মবিশ্বাস যোগাচ্ছে ২০ বছর বয়সী এই স্পিনারকে।
‘এখানে আমরা যে দলটির সঙ্গে খেললাম, সেটি বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সেরা দল। এই দলে আন্তর্জাতিক ম্যাচ খেলা খেলোয়াড়ও ছিল। এমন একটা প্র্যাকটিস ম্যাচে আমি বৈচিত্র্য দিয়ে বোলিং করতে চেয়েছিলাম। আমি খুশি যে টেস্টের আগে এই ম্যাচে পারফর্ম করতে পেরেছি।’
আফগানিস্তানের স্পিন বোলিংয়ের মূল ভরসা রশিদ খান, মোহাম্মদ নবিরা। এই চায়নাম্যান বোলারের লক্ষ্য এই দুজনের সঙ্গে জুটি বেধে বোলিং করার। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তাঁকে নিয়েই তৈরি হতে পারে আফগানদের স্পিন ত্রয়ী।