ধোনিকে টপকে গিলক্রিস্টের সঙ্গী পান্ত

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
মহেন্দ্র সিং ধোনিকে টপকে ভারতের হয়ে দ্রুততম ৫০ ডিসমিসালের মালিক হলেন ঋষভ পান্ত। ৫০ ডিসমিসালের রেকর্ড স্পর্শ করতে ১৫টি টেস্ট খেলতে হয়েছিল ভারতের সাবেক অধিনায়ক ধোনিকে।
পান্ত মাত্র ১১ টেস্টেই এই রেকর্ডে নাম লেখালেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে ক্রেগ ব্র্যাথওয়েটের ক্যাচ নিয়ে রেকর্ড বইয়ে নাম লেখান পান্ত।

এই রেকর্ড গড়ার পথে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে নাম জুড়ে নিয়েছেন পান্ত। টেস্টে ৫০টি ডিসমিসাল করতে গিলক্রিস্টেরও ১১টি টেস্ট লেগেছিল ।
ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেস্টে দ্রুততম ৫০ ডিসমিসালের রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক মার্ক বাউচারের দখলে। ১০ টেস্ট খেলেই এই রেকর্ডটি গড়েছিলেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার।
এর আগেও উইকেটরক্ষক হিসেবে বেশ কিছু রেকর্ডে ধোনির পাশে নাম লিখিয়েছেন পান্ত। এক ইনিংসে ছয়টি ক্যাচ নিয়ে দ্বিতীয় ভারতীয় উইকেটরক্ষক হিসেবে রেকর্ড বইয়ে নিজের নাম যোগ করেছেন তরুণ এই ক্রিকেটার।