যুব দলের চিন্তার কারণ পেস বোলিং
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কদিন আগেই ইংল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে রানার্স আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে সদ্য সমাপ্ত এই সিরিজে ডেথ ওভারে বাজে বোলিং ভুগিয়েছে বাংলাদেশ দলকে। তাই আসন্ন যুব এশিয়া কাপে ডেথ ওভারের বোলিং উন্নতিতে নজর যুব দলের কোচ নাভিদ নেওয়াজের।
ইংল্যান্ডের মাটিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন যুব দলের পেসাররা। তবে প্রায় প্রতিটি ম্যাচেই শেষের দিকে ছন্দ হারিয়েছেন তাঁরা। এই বিষয়টিই চিন্তায় ফেলে দিয়েছে নাভিদ নেওয়াজকে।

‘এখানে কিছু ইস্যু আছে এবং পেস বোলিং নিয়ে চিন্তার কারণ আছে। আমি আশা করছি কন্ডিশন পরিবর্তন হওয়ায় তাঁরা ভালো করবে। যা পেস বোলারদের জন্য সহায়ক হবে। বাংলাদেশের উইকেটের সঙ্গে তুলনা করলে ছেলেরা পেস-বাউন্স এবং ইংল্যান্ডের কন্ডিশন অনেক উপভোগ করেছে। কারণ আমাদের কিছু গতিময় বোলার আছে। আমি মনে করি ডেথ ওভারে বোলিংয়ে আমাদের উন্নতি প্রয়োজন। এই একটি ক্ষেত্রে আমরা মনোযোগ দিচ্ছি। আমরা বেশিরভাগ ম্যাচেই শেষ ১৫ ওভারে অনেক ভুল করেছি।’
আগামী ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার স্পিন সহায়ক কন্ডিশনকে সামনে রেখে ইংল্যান্ড সফরের দল থেকে একজন পেসারকে বাদ দিয়ে স্কোয়াড সাজানো হয়েছে বলে জানালেন নাভিদ নেওয়াজ।
‘আমরা একজন পেস বোলারকে বাদ দিয়ে শ্রীলঙ্কা যাচ্ছি। আমরা পাঁচজন পেসার নিয়ে ইংল্যান্ড গিয়েছিলাম। দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডেও আমরা পাঁচজন পেসার নিয়ে খেলেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি কম পেসার নিয়ে শ্রীলঙ্কায় যাবো।’
ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে ব্যাটে-বলে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশ যুব দল। এই টুর্নামেন্টে ৬ ম্যাচের ৪টিতে জয় পান আকবর আলী-তৌহিদ হৃদয়রা। এই পারফরম্যান্স শ্রীলঙ্কার মাটিতেও ধরে রাখতে আশাবাদী যুব দলের কোচ।