যুক্তরাষ্ট্রকে ক্রিকেট শেখালেন জাহানারা-সালমারা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
যুক্তরাষ্ট্রকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ। যুক্ত???াষ্ট্রের দেয়া ৪৭ রানের লক্ষ্য ১১.৪ ওভার হাতে রেখেই পেরিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ নারী দলের দুই ওপেনারই বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করেছেন। সানজিদা ইসলাম ৩০ এবং আয়শা রহমান ৮ রান করে আউট হয়েছেন।
বাকি সময়টা দেখে শুনে খেলে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন নিগার সুলতানা (৫) এবং ঋতু মনি (১)। যুক্তরাষ্ট্রের হয়ে দুটি উইকেটই নিয়েছেন সামান্থা রামাউটার।

এর আগে প্রথমে বোলিং করতে নেমে তান্ডব দেখিয়েছেন জাহানারা-নাহিদারা। যুক্তরাষ্ট্রকে তাঁরা গুটিয়ে দিয়েছেন মাত্র ৪৬ রানে। শুরু থেকেই যুক্তরাষ্ট্রের ব্যাটারদের রান আটকে রাখছিলেন বাংলাদেশের বোলাররা।
দলীয় ৭ রানে ওপেনার এরিকা রেন্ডলারকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন জাহানারা। এরপর আরেক ওপেনার নাদিয়া গ্রুনিকেও ফিরিয়েছেন বাংলাদেশের এই নারী পেসার।
যুক্তরাষ্ট্রের মিডল অর্ডারে ধ্বস নামিয়েছেন আরেক পেসার খাদিজাতুল কুবরা। তিনি দখল করেছেন অধিনায়ক সিন্ধু শ্রীহার্শা এবং শেবানি ভাস্করের উইকেট। মিডল অর্ডার ব্যাটাররা ফেরার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।
১৯.২ ওভারে তাঁরা গুটিয়ে যায় ৪৬ রানে। বাংলাদেশ নারী দলের সবচেয়ে সফল বোলার নাহিদা আক্তার। তিনি একাই নিয়েছেন ৩টি উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন জাহানারা এবং খাদিজা। ১টি উইকেট পেয়েছেন ঋতু মনি।
সংক্ষিপ্ত স্কোরঃ
যুক্তরাষ্ট্রঃ ৪৬/১০ (১৯.২ ওভার) (সুগেথা চন্দ্রশেখর ১৫, শেবানি ভাস্কর ৮, এরিক রেন্ডলার ৫; নাহিদা ৩/১২, জাহানারা ২/৭)
বাংলাদেশঃ ৪৮/২ (৮.২ ওভার) (সানজিদা ৩০, আয়শা ৮, নিগার ৫*; সামান্থা ২/৯)